কলকাতা, 23 জুন : দ্রুত উপ-নির্বাচন (By Election) করানোর দাবিতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বুধবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই নিয়ে সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে ৷ তিনি বলেন, ‘‘আমরা চাই উপ-নির্বাচন হয়ে যাক ৷ সাতদিন প্রচার করতে দিক ৷ সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত প্রচার হোক ৷ আমাদের কোনও অসুবিধা নেই ৷’’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বিধানসভা আসনে বিধায়ক নেই ৷ মুর্শিদাবাদের দু’টি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হয়নি ৷ উত্তর 24 পরগনার খড়দহ আসনটিতে জয়ী প্রার্থী ফল ঘোষণার আগেই করোনায় মারা যান ৷ এছাড়া বিজেপির দুই সাংসদ যাঁরা বিধানসভায় জিতলেও পদত্যাগ করেছেন ৷ সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বিধায়কের ৷ আর ভবানীপুর থেকে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷
আরও পড়ুন :বিধানসভার কাজে ধনকড়ের হস্তক্ষেপ, বিড়লার কাছে নালিশ বিমানের
নিয়ম অনুযায়ী এই আসনগুলিতে ছ’মাসের মধ্যে উপ-নির্বাচন হওয়া উচিত ৷ তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেও তিনি এবার ভোটে জিততে পারেননি ৷ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ভোটে লড়ে তিনি হেরে যান বিজেপির (BJP) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে ৷ তাই মুখ্যমন্ত্রীর পদে থাকতে হলে তাঁকে ছ’মাসের মধ্যে ভোটে জিতে আসতে হবে ৷ একই নিয়ম প্রযোজ্য শোভনদেব চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও ৷ তিনি মমতার মন্ত্রিসভার সদস্য ৷ তাঁকে মন্ত্রী থাকতে গেলে ছ’মাসের মধ্যে ভোটে জিততে হবে ৷