কলকাতা, 7 সেপ্টেম্বর: ক্রমেই আর্থিক সংকট বাড়ছে রাজ্য সরকারের । এই অবস্থায় কোনও ভাবেই অর্থ অপচয় হোক চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 27 এপ্রিল নবান্ন সভাঘরে শেষবার প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করেছিলেন মুখ্যমন্ত্রী । এরপর আজ, 7 সেপ্টেম্বর আবার প্রশাসনিক বৈঠকে মমতা । মূলত এই বৈঠকের মাধ্যমে একদিকে যেমন উন্নয়নে (West Bengal development) গতি আনতে চান বাংলার মুখ্যমন্ত্রী, একইসঙ্গে তিনি চান অহেতুক অর্থ অপচয় বন্ধ হোক ।
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন ৷ ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । হাতে খুব বেশি সময় নেই ৷ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলে আবার নতুন করে কাজকর্ম করার ক্ষেত্রে অসুবিধা হবে ৷ তাই এ দিনের প্রশাসনিক বৈঠক থেকে বাকি থাকা কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ দিতে পারেন তিনি । একইসঙ্গে যে প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের টাকায় চলছে, সেগুলির হিসেব দ্রুত রাজ্য সরকারের ঘরেই জমা দেওয়ার জন্য নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী ।