পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Administrative Meeting: আজ প্রশাসনিক বৈঠক, নিচুস্তরের দুর্নীতির খবর নেওয়া ও উন্নয়নে তদারকিতে নজর মমতার

নিচুস্তরের দুর্নীতির খবর নেওয়া ও উন্নয়নে তদারকি ৷ আজ প্রশাসনিক বৈঠকে (Administrative Meeting) এই দুটি বিষয়েই জোর দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

Mamata Banerjee to focus on development in administrative meeting today
নিচুস্তরের দুর্নীতির খবর নেওয়া ও উন্নয়নে তদারকি, প্রশাসনিক বৈঠকে আজ কী বলবেন মমতা

By

Published : Sep 7, 2022, 1:42 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: ক্রমেই আর্থিক সংকট বাড়ছে রাজ্য সরকারের । এই অবস্থায় কোনও ভাবেই অর্থ অপচয় হোক চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 27 এপ্রিল নবান্ন সভাঘরে শেষবার প্রশাসনিক বৈঠক (Administrative Meeting) করেছিলেন মুখ্যমন্ত্রী । এরপর আজ, 7 সেপ্টেম্বর আবার প্রশাসনিক বৈঠকে মমতা । মূলত এই বৈঠকের মাধ্যমে একদিকে যেমন উন্নয়নে (West Bengal development) গতি আনতে চান বাংলার মুখ্যমন্ত্রী, একইসঙ্গে তিনি চান অহেতুক অর্থ অপচয় বন্ধ হোক ।

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন ৷ ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । হাতে খুব বেশি সময় নেই ৷ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেলে আবার নতুন করে কাজকর্ম করার ক্ষেত্রে অসুবিধা হবে ৷ তাই এ দিনের প্রশাসনিক বৈঠক থেকে বাকি থাকা কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ দিতে পারেন তিনি । একইসঙ্গে যে প্রকল্পগুলি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের টাকায় চলছে, সেগুলির হিসেব দ্রুত রাজ্য সরকারের ঘরেই জমা দেওয়ার জন্য নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন:সরকার চালাতে গেলে দুর্নীতি হয়, বোঝাতে বুদ্ধর প্রসঙ্গ টানলেন মমতা

প্রসঙ্গত এই দিনের এই বৈঠক থেকে বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়ে যাওয়ার পর, এমনিতেই বিভিন্ন দফতরের কাজ নজরে রয়েছে বিরোধীদের ৷ এই অবস্থায় কোনও অস্বচ্ছতা নতুন করে সরকারকে অস্বস্তিতে ফেলতে পারে ৷ আর এটাই চাইছেন না মুখ্যমন্ত্রী । সে কারণে এই বৈঠককে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন তিনি ।

তবে শুধু সাধারণ মানুষ নয়, এই মুহূর্তে কেন্দ্রীয় সংস্থার তৎপরতাও রাজ্যের শাসক দলের জন্য বড় অস্বস্তির কারণ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না কোনও ভাবেই এই অস্বস্তি বাড়ুক ৷ আর সে কারণেই এ দিনের এই বৈঠক থেকে তাঁর দফতরের আমলাদের সতর্ক করতে পারেন মুখ্যমন্ত্রী । একইসঙ্গে পুলিশকর্তাদের আইটি রিটার্ন সঠিক সময়ে জমা দেওয়ার কথা বলতে পারেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details