কলকাতা, 4 ডিসেম্বর : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূলসাংসদ ডেরেক ও'ব্রায়েনের মাধ্যমে তিনি কৃষক নেতাদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি আশ্বাস দেন, তৃণমূল কংগ্রেস সব সময় তাঁদের পাশে রয়েছে । অন্যদিকে, কৃষকরা বাংলায় বিজেপিকে প্রবেশ না করতে দেওয়ার আর্জি জানান বলে সূত্রের খবর ।
সালটা 2006 । প্রায় 30 বছরের বাম শাসনের সূর্য তখন অস্তমিত । এমন সময় সিঙ্গুরে ন্যানো প্রকল্পের বিরোধিতায় আন্দোলনে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 4 ডিসেম্বর অনশনে বসলেন । সেই শুরু । এরপর বামেদের গদি থেকে উৎখাত করতে বিশেষ বেগ পেতে হয়নি । মাঝে কেটে গেছে 14টা বছর । কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে উত্তাল গোটা দেশ । বেশ কিছু দিন ধরে আন্দোলন করছেন দেশের কৃষকরা । বিশেষত পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশে । কেন্দ্রের চোখ রাঙানি উপেক্ষা করে নাছোড়বান্দা কৃষকরা একটানা বিক্ষোভ প্রদর্শন করছেন । ঠিক সেইসময় কৃষকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বেছে নিলেন এমন একটি দিন, 14 বছর আগে যেদিনে তিনি বামেদের উৎখাতের শুরু করেছিলেন ।
আরও পড়ুন : "কৃষক বিরোধী আইন" প্রত্যাহার করা না হলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি মমতার