কলকাতা, 24 জুন :কোভ্যাকসিন (Covaxin) নিয়ে দেশজুড়ে মানুষের মধ্যে যে ধন্ধ তৈরি হয়েছে, তা কাটাতে এ বার আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তিনি এ ব্যাপারে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ কোভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত না-হওয়ায়, বিদেশে এই টিকাকে মান্যতা দেওয়া হচ্ছে না ৷ ফলে সমস্যায় পড়ছেন বহু ছাত্র ও ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ ৷ সেই সমস্যা কাটাতে অবিলম্বে পদক্ষেপ করার জন্য মোদির কাছে আর্জি জানিয়েছেন তিনি ৷
ভারত বায়োটেকের তৈরি কোভ্যাকসিন এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমোদন পায়নি ৷ তবে দেশে বর্তমানে যে তিনটি করোনা টিকা দেওয়া হচ্ছে, তার মধ্যে একটি হল এই কোভ্যাকসিন ৷ আমেরিকা-সহ বিভিন্ন দেশে এই টিকাকে মান্যতা দেওয়া হচ্ছে না ৷ এ দেশ থেকে কোভ্যাকসিন নিয়ে যাওয়া পড়ুয়ারা মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে যখন পড়তে যাচ্ছেন, তখন তাঁদের আবার টিকা নিতে বলা হচ্ছে ৷ শুধু ছাত্রছাত্রীরাই নন, ব্যবসায়ী ও অন্যান্য ক্ষেত্রের মানুষজনকেও কোভ্যাকসিন নিয়ে বিদেশে গেলে এই একই সমস্যায় পড়তে হচ্ছে ৷ ফলে এই টিকা নিয়ে মানুষের মধ্যে প্রবল ধন্ধ তৈরি হয়েছে ৷
আরও পড়ুন:কোভ্যাকসিন প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে : মমতা