কলকাতা, 16 সেপ্টেম্বর : ফের শীর্ষে পশ্চিমবঙ্গ ৷ এবার স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group) তৈরিতে শীর্ষস্থান দখল করল বাংলা ৷ শুক্রবার সন্ধ্যায় টুইট করে এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷
এদিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, পশ্চিমবঙ্গে 10.04 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে ৷ সেখানে ভারত সেরা হয়েছে পশ্চিমবঙ্গ ৷ ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে (National Rural Livelihood Mission) এই শিরোপা পেয়েছে বাংলা ৷ এই স্বীকৃতি পাওয়ার জন্য প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷
প্রসঙ্গত, গত কয়েক বছরে একশো দিনের প্রকল্পে বিভিন্ন ক্য়াটাগরিতে কেন্দ্রীয় সরকারের দেওয়া মাপকাঠিতে সেরা হয়েছে পশ্চিমবঙ্গ ৷ একবার নয়, একাধিকবার এই পুরস্কার পেয়েছে বাংলা ৷ এবার স্বনির্ভর গোষ্ঠীতেও সেই পুরস্কার এল বাংলার মুকুটে ৷
প্রসঙ্গত, গতকালই এই পুরস্কার দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ জানিয়েছিলেন, বাংলা বারবার সেরা হয় বলেই কেন্দ্রের মোদি সরকার বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে ৷ গতকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ৷ সেখানে তিনি একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন ৷ পরে ভাষণ দিতে গিয়ে ওই অভিযোগ করেছিলেন তিনি ৷