কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডাকা বৈঠকে যোগ দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি ওড়িশার ভুবনেশ্বরে বৈঠক হবে। সেই বৈঠকে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, সেই আহ্বানে সাড়া দিয়ে আজ, ২৫ ফেব্রুয়ারি বিকেলেই ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য পূর্বাঞ্চলের ৫ রাজ্যের মুখ্যমন্ত্রীকে বৈঠকে ডেকেছেন অমিত শাহ। এই রাজ্যগুলি হল- পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও সিকিম। এই 5 রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে দিনকয়েক আগেই চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সেইমতো চিঠি পেয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রীও ।