কলকাতা, 9 জুলাই: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নিজের অবস্থান বদল করলেন ? রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 109 তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সেই প্রশ্নই তুললেন সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ সেই সঙ্গে এর জন্য মমতাকে জবাবদিহি করতে হবে বলে জানান তিনি (Mamata Banerjee is Answerable for Changing Her Stands on Presidential Election Says Sitaram Yechury) ৷ সেই সঙ্গে যশবন্ত সিনহার নামে আপত্তি থাকলেও, অতীত ভুলে বর্তমান পরিস্থিতিকে বিচার করে বামেরা রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জোটের প্রস্তাবিত নামে সহমত পোষণ করেছিল বলে জানান ইয়েচুরি ৷
শুক্রবার কলকাতায় জ্যোতি বসুর জন্মবার্ষিকীতে বক্তব্য পেশ করতে গিয়ে নাম না-করেই যশবন্ত সিনহার নামে সিপিআইএম-এর আপত্তির প্রসঙ্গটি তোলেন সীতারাম ইয়েচুরি ৷ বলেন, "কে প্রার্থী হলেন, সেটা প্রধান বিচার্য বিষয় নয় ৷ আসল কথা হল, কেন তাঁকে প্রার্থী করা হল !" সিপিআইএম-এর সাধারণ সম্পাদক জানান, তাঁদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, দল হিসাবে সিপিআইএম সাম্প্রদায়িক শক্তির বিরোধীদের পাশে থাকা ৷ যশবন্ত সিনহার নাম না নিলেও সীতারাম ইয়েচুরি বলেন, "কারও অতীতের কাজ তুলে আজকের বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করা যায় না ৷"
এখানেই স্পষ্ট হয়ে যায়, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে প্রাক্তন বিজেপি নেতাকে পছন্দ না-হলেও, বর্তমান পরিস্থিতিতে যশবন্তের এখনের অবস্থান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ তাঁর বক্তব্যকে সমর্থনযোগ্য করতে, রাজ্যে 1967-1969 সালের যুক্তফ্রন্টের সরকারের উদাহরণ তুলে ধরেন সীতারাম ইয়েচুরি ৷ জানান, সেই সময় সরকার গঠন বামেদের প্রধান লক্ষ্য ছিল না ৷ কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোই তাঁদের উদ্দেশ্য ছিল ৷ সেই লক্ষ্যে বিধানসভায় বৃহত্তর শক্তি হয়েও কংগ্রেসের অসীম সরকারকে বাংলার মুখ্যমন্ত্রী করে জ্যোতি বসু নিজে উপ-মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷