পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নেতাজিকে সম্মান দেয়নি কেন্দ্র, মোদি সরকারকে আক্রমণ মমতার

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী৷ সেই উপলক্ষে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে রেড রোড পর্যন্ত মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে রেড রোডে আয়োজিত এক সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন৷

mamata attacks modi government on netaji issue
নেতাজিকে সম্মান দেয়নি কেন্দ্র, মোদি সরকারকে আক্রমণ মমতার

By

Published : Jan 23, 2021, 7:10 PM IST

Updated : Jan 23, 2021, 10:20 PM IST

কলকাতা, 23 জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার নেতাজিকে প্রাপ্য সম্মান দেয়নি৷ এমনকী নেতাজির জন্মদিনকে কেন্দ্রীয় সরকার জাতীয় ছুটি হিসেবে ঘোষণাও করেনি বলে তিনি অভিযোগ করেন৷

আজ, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী৷ সেই উপলক্ষে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে রেড রোড পর্যন্ত মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে রেড রোডে আয়োজিত এক সভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন৷ নেতাজির জন্মদিনে কেন জাতীয় ছুটি ঘোষণা হবে না, সেই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, নেতাজির জন্মদিন জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে হবে৷ আর নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান করতে হবে৷

তিনি জানান, আজাদ হিন্দ বাহিনী মনুমেন্ট তৈরি করবে রাজ্য সরকার৷ নেতাজিকে সম্মান জানাতেই তাঁর সরকার এই কাজ করবে বলে তিনি জানিয়েছেন৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, নেতাজির জন্মদিন পরাক্রম দিবস কেন? কেন দেশনায়ক, দেশপ্রেম দিবস হবে না?

এদিন রাজ্য সরকার দেশনায়ক দিবস পালন করছে৷ কেন তা করছে, তার ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নেতাজিকে দেশনায়ক বলেছিলেন৷ তাই এদিন রবি ঠাকুর ও নেতাজিকে মেলবন্ধন ঘটিয়েছে রাজ্য সরকার৷

আরও পড়ুন :চপ খেয়েছিলেন নেতাজি, জন্মজয়ন্তীতে আজও বিনা পয়সায় তেলেভাজা বিতরণ হয় এই দোকানে

একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, দেশের রাজধানী কেন শুধু দিল্লিতে থাকবে? মুখ্যমন্ত্রীর প্রস্তাব, দেশের চারটি রাজধানী হোক৷ তার মধ্যে একটি রাজধানী হোক কলকাতায়৷ বাকি তিনটি রাজধানী দিল্লি, দক্ষিণ ভারত ও উত্তর-পূর্ব ভারতে হোক বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Last Updated : Jan 23, 2021, 10:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details