কলকাতা, 3 ফেব্রুয়ারি : কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো (Durga Puja Heritage Recognition) ৷ সেই নিয়ে কলকাতায় শোভাযাত্রা করা হবে ৷ বৃহস্পতিবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, আগামী 1 সেপ্টেম্বর ওই শোভাযাত্রা হবে (Mamata Banerjee announces a procession programme to greet UNESCO for Durga Puja Heritage Recognition) ৷
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি এই ঘোষণা করেন ৷ তিনি জানান, 1 সেপ্টেম্বর দুপুর 1 টায় শ্যামবাজার থেকে ওই শোভাযাত্রা শুরু হবে ।