কলকাতা, 27 সেপ্টেম্বর: এসএসসির চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি নিজেই। এরপর তাঁর হস্তক্ষেপেই বিক্ষোভ দেখিয়েছিল টেটের চাকরিপ্রার্থীরা। পরে অবশ্য সমস্যা নিরসণে তারা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাঠানো দূত কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে বৈঠক সারেন। এবার চাকরির দাবিতে অভিষেকের হস্তক্ষেপ চেয়ে বিক্ষোভ দেখালেন মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা। যদিও তাঁদের বিক্ষোভ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুলিশের তরফ থেকে দ্রুত তাঁদের আটক করে নিয়ে যাওয়া হয়। এই অবস্থায় আন্দোলনকারীদের দাবি, তাঁরা নিয়োগের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দিতে এসেছিলেন (Madrasah job aspirants seek interference of Abhishek Banerjee)। কিন্তু পুলিশ তাঁদের বাধা দেয়।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে এই চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করতে ফোনে তাঁদের প্রতিনিধির সঙ্গে কথা বলেন সংখ্যালঘু দফতরের মন্ত্রী গোলাম রব্বানি (Md Golam Rabbani)। আলোচনা সাপেক্ষে তিনি চাকরিপ্রার্থীদের দাবি পূরণের আশ্বাসও দিয়েছেন। যদিও এরপরেও কেন বিক্ষোভ, তা নিয়ে প্রশ্ন থাকছে। যতদূর জানা গিয়েছে সংখ্যালঘু দফতরের মন্ত্রী গোলাম রব্বানি আন্দোলনকারীদের সঙ্গে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বৈঠক করার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, সেখানে তিনি আন্দোলনকারীদের সমস্ত অভাব-অভিযোগ শুনবেন। তবে প্রতিপদের দিন এই আন্দোলন থেকে স্পষ্ট অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন না আন্দোলনকারীরা। আর তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি দিয়ে তাঁর হস্তক্ষেপ চাইছেন চাকরিপ্রার্থীরা ৷