পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম বিতরণের বিজ্ঞপ্তি জারি মধ্য়শিক্ষা পর্ষদের - রেজিস্ট্রেশন ফর্ম

2021 সালের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এনরোলমেন্ট ফর্ম দেওয়ার জন্য আগামী 16 এবং 17 ডিসেম্বর ক্যাম্প অফিস তৈরি করা হবে ৷ ওই ক্যাম্প অফিসেই নবম শ্রেণির ফিলআপ করা রেজিস্ট্রেশন ফর্ম জমা করা যাবে। সব মাধ্যমিক স্কুলের প্রধানদের ওই ক্যাম্প অফিসগুলি থেকে সংশ্লিষ্ট ফর্ম তুলতে ও জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে।

madhyamik_enrollment_form_distribution_date_announced
মাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম বিতরণের বিজ্ঞপ্তি জারি মধ্য়শিক্ষা পর্ষদের

By

Published : Dec 1, 2020, 7:44 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর : এখনও পর্যন্ত দিন ঘোষণা হয়নি 2021-এর মাধ্যমিক পরীক্ষার । কিন্তু, এর মধ্যেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে তৎপরতা দেখাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আজ পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী 16 এবং 17 ডিসেম্বর বিভিন্ন ক্যাম্প অফিস থেকে বিতরণ করা হবে মাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম । ওই ক্যাম্প অফিসেই নবম শ্রেণির রেজিস্ট্রেশন ফর্মও জমা নেওয়া হবে বলে জানানো হয়েছে ।

মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি (পরীক্ষা) মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের তরফে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2021 সালের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এনরোলমেন্ট ফর্ম দেওয়ার জন্য আগামী 16 এবং 17 ডিসেম্বর ক্যাম্প অফিস তৈরি করা হবে ৷ ওই ক্যাম্প অফিসেই নবম শ্রেণির ফিলআপ করা রেজিস্ট্রেশন ফর্ম জমা করা যাবে। সব মাধ্যমিক স্কুলের প্রধানদের ওই ক্যাম্প অফিসগুলি থেকে সংশ্লিষ্ট ফর্ম তুলতে ও জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে।

মাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম বিতরণের বিজ্ঞপ্তি জারি মধ্য়শিক্ষা পর্ষদের
এর আগে 2021 সালের মাধ্যমিকের পাঠ্যক্রমে 30-35 শতাংশ কাটছাঁট করা হয়েছিল । তারপরেই আজ এনরোলমেন্ট ফর্ম বিতরণের বিজ্ঞপ্তি জারি । সব মিলিয়ে 2021-এর মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তৎপরতা নজরে আসছে । তবে, দিন ঘোষণা না করেই পাঠ্যক্রমে কাটছাঁট ও এনরোলমেন্ট ফর্ম বিতরণ করার পদক্ষেপ নিয়ে ক্ষুব্ধ রাজ্যের প্রধান শিক্ষকদের একাংশ। তাঁদের বক্তব্য, "কতটা সময় হাতে আছে সেটা বুঝেই পাঠ্যক্রমে কাটছাঁট করা উচিত ছিল। এখনও পরীক্ষার দিন ঘোষণা হল না। আমরা চাই আগে দিন ঘোষণা করা হোক, তারপরে মাধ্যমিকের ফর্ম ফিলাপ হোক।"

ABOUT THE AUTHOR

...view details