কলকাতা, 30 নভেম্বর : মদন মিত্রের ফেসবুক প্রোফাইলে "টাইম ফর প্যাক আপ" আপডেট নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে । এবারে তা খণ্ডন করে নিজের অবস্থান বুঝিয়ে দিতে দিতে আসরে নামলেন তিনি । আরও একটি ফেসবুক লাইভ করে স্পষ্ট করলেন রাজনৈতিক অবস্থান । তৃণমূলের অনুগত সৈনিক । দল ছেড়ে যাবেন না বলে বার্তা দিলেন তিনি । মদন বলেন, "আপনাদের মদন মিত্র আগের মতো রয়েছে । যে প্রাণ দেবে তবে বেইমানি করবে না ।"
"প্যাক আপ" নিয়ে গুঞ্জন, ব্যাখ্যা দিলেন মদন
মদনের ফেসবুক প্রোফাইলে কালারফুল ছবির সঙ্গে লেখা কয়েকটি শব্দের জেরে নতুন গুঞ্জন শুরু হয় । লেখা ছিল "Time for pack up "।
শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ত্যাগ ও দলবদলের জল্পনার মধ্যেই চর্চা শুরু হল মদন মিত্রকে নিয়ে । মদনের ফেসবুক প্রোফাইলে কালারফুল ছবির সঙ্গে লেখা কয়েকটি শব্দে গুঞ্জনের সূত্রপাত । লেখা ছিল "Time for pack up "। এটা লিখে কী বোঝাতে চেয়েছেন তিনি ? তাহলে কি অন্য রাজনীতির পথে পা বাড়াচ্ছেন ? সর্বত্র উঠল প্রশ্ন । ফেসবুক লাইভ করে এর ব্যাখ্যা দিয়ে ধোঁয়াশা কাটাতে উদ্যোগী হলেন মদন মিত্র । সকলের উদ্দেশে তিনি বলেন, "লোভে পা দেবেন না । অনেকে ভাবেন আমার হয়তো দুঃখ হয় । রাগ হয় । কিন্তু জানবেন মদন মিত্র সেই আগের মতো রয়েছে । যে প্রয়োজনে প্রাণ দেবে তবে বেইমানি করবে না ।"
Pack up শব্দটি কোন অর্থে বলেছেন তারও ব্যাখ্যা করেন তিনি । এ প্রসঙ্গে মদনের বক্তব্য, "কোনও কিছু শেষ করা না । প্যাক আপ মানে গুছিয়ে নিয়ে আসরে নামা ।" প্রসঙ্গত, মদন মিত্রের বর্তমানে কোনও পদ নেই । বিধায়কও নন তিনি । তবে তা সত্তেও তাঁর জনপ্রিয়তার সামান্যতম ঘাটতি হয়নি । নিয়মিত ফেসবুক লাইভে ফ্যান - ফলোয়ারদের কাছ থেকে প্রচুর সাড়া পান তিনি । রাজনৈতিক ময়দানে হাঁটেন নিজের ছন্দে । বিতর্কের জন্য থাকেন চর্চাতে । সম্প্রতি, তাঁর প্রোফাইলে লেখা Pack up শব্দ ঝড় তুলেছে । শব্দের স্পষ্ট ব্যাখ্যা দিয়ে মদন বার্তা দিলেন শুভেন্দুর পথে হাঁটছেন না তিনি ।