পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

খুলেছে বই বাজার, ক্রেতার অপেক্ষায় চাতক পাখি কলেজ স্ট্রিট - করোনা

টানা 15 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে খুলে গিয়েছে কলেজ স্ট্রিটের বই বাজার ৷ বিকিকিনি চলছে দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ৷ তবে গণপরিবহণ বন্ধ থাকায় ক্রেতার দেখা নেই ৷ আশঙ্কায় ভুগছেন বই বিক্রেতারা ৷

lockdown like curbs hit book sales in College Street
খুলেছে বই বাজার, ক্রেতার অপেক্ষায় চাতক পাখি কলেজ স্ট্রিট

By

Published : Jun 2, 2021, 9:15 PM IST

কলকাতা, 2 জুন : করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ জারি করেছে সরকার ৷ তার জেরেই টানা 15 দিন বন্ধ ছিল কলেজ স্ট্রিটের বই বাজার ৷ এরই মধ্যে জারি হয় নতুন নির্দেশিকা ৷ প্রশাসনের সিদ্ধান্ত, খোলা যাবে খুচরো ব্য়বসার দোকান ৷ বিকিকিনি চলবে দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ৷ সেই মতো দোকান খুললেও ক্রেতার দেখা পাচ্ছেন না কলেজ স্ট্রিটের খুচরো বই বিক্রেতারা ৷

মঙ্গলবার থেকেই ঝাঁপ তুলে দোকান খুলে বসেছেন কলেজ স্ট্রিটের খুচরো বই ব্যবসায়ীরা ৷ তবে তাতে লাভের থেকে লোকসানের আশঙ্কাই বেশি ৷ কেন ? এর উত্তরে বিক্রেতারা বলছেন, সকলের তো আর নিজের গাড়ি নেই ৷ তাছাড়া, বইয়ের দোকানের গ্রাহকদের একটা বড় অংশই স্কুল, কলেজের পড়ুয়া ৷ অথচ লকডাউন পরিস্থিতিতে স্কুল, কলেজ বন্ধ ৷ পড়াশোনা চলছে অনলাইনে ৷ ফলে অল্প বয়সীদের চেনা ভিড় উধাও ৷ আর অন্যদের পক্ষেও শুধুমাত্র বই কেনার জন্য গাড়ি ভাড়া করে আসা সম্ভব নয় ৷ একমাত্র যাঁদের নিজেদের গাড়ি আছে এবং তাঁদের মধ্যেও যাঁদের কাছে বই কেনাটা কার্যত নেশার মতো, শুধু তাঁরাই আসছেন বই পাড়ায় ৷ তবে তাতে বই বিক্রেতাদের পক্ষে রুজি বাঁচানো দুষ্কর ৷

কলেজ স্ট্রিটে উধাও ভিড়ের চেনা ছবি ৷

মঙ্গলবার কলেজ স্ট্রিটের সব বইয়ের দোকান খোলা ছিল না ৷ মূলত ফুটপাথের ছোট ব্য়বসায়ীরাই বসেছিলেন পসার সাজিয়ে ৷ বন্ধ ছিল অধিকাংশ বড় দোকান ৷ বিক্রেতারা জানালেন, গণপরিবহণ বন্ধ থাকায় তাঁদের অধিকাংশই দোকানে পৌঁছেছেন সাইকেলে অথবা মোটরবাইকে ৷ যাঁদের সেই উপায় নেই, তাঁরা এসেছেন হেঁটে ৷ তারপরও অনেকের বউনিটুকুও হয়নি ৷ কারও বিক্রি হয়েছে মাত্র 165 টাকার বই ৷ টিফিনের টাকাটুকুও নিতে পারেননি তা থেকে ৷

খুলেছে বই বাজার, ক্রেতার অপেক্ষায় চাতক পাখি কলেজ স্ট্রিট

আরও পড়ুন :করোনার ছোঁয়াচ বাঁচাতে গাছ ঘরে বাস সাধুবাবার

এই অবস্থায় বিক্রেতারাই ক্রেতাদের বলছেন, দোকানে আসার দরকার নেই ৷ অনলাইনে বই কিনে নিন ৷ কারণ, এভাবে চললে তাঁদের পক্ষে দোকান খোলা সম্ভব নয় ৷ এতে খদ্দের যে কমবে, সেটাও বিক্রেতাদের অজানা নয় ৷ কিন্তু বিকল্প পথ জানা নেই তাঁদের ৷ তাই তাঁরা চাইছেন, যত দ্রুত সম্ভব স্বাভাবিক হোক পরিস্থিতি ৷ খুলে যাক বাস, ট্রেন, মেট্রো ৷ তাহলেই ফিরবে ব্য়স্ততার চেনা ছবি ৷ জমবে বিক্রিবাট্টা ৷

ABOUT THE AUTHOR

...view details