পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ট্রলি পেতে দেরি, SSKM-এ নিরাপত্তাকর্মীকে মারধর রোগীর পরিবারের - arrest

ট্রলি পেতে দেরি হওয়ায় হাসপাতালের নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হল রোগীর পরিজনরা । আক্রান্ত হয়েছেন এক নিরাপত্তাকর্মী । এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

আক্রান্ত নিরাপত্তারক্ষী অমৃত রায়

By

Published : Jul 18, 2019, 4:40 PM IST

কলকাতা, 18 জুলাই : ট্রলি পেতে দেরি হওয়ায় নিরাপত্তাকর্মীদের উপর চড়াও হল রোগীর আত্মীয়রা । SSKM হাসপাতালের ঘটনা । মারধরে আক্রান্ত হয়েছেন অমৃত রায় নামে এক নিরাপত্তাকর্মী ।

হাওড়ার বাসিন্দা নারায়ণচন্দ্র বাগচিকে আজ সকালে SSKM হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিবারের লোকজন । কিন্তু হাসপাতালে নিয়ে আসার পর নারায়ণবাবুর জন্য ট্রলি পাচ্ছিলেন না তাঁর বাড়ির লোকজন । কেন ট্রলি পাওয়া যাচ্ছে না এই নিয়েই হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নারায়ণবাবুর আত্মীয়রা । এরপরই তারা নিরাপত্তাকর্মীদের উপর চড়াও হন । অভিযোগ, রোগীর পরিবার অমৃত রায় নামে কর্তব্যরত এক নিরাপত্তাকর্মীকে মারধর করে । ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসার পর আক্রান্ত নিরাপত্তাকর্মীকে ছেড়ে দেওয়া হয় ।

আরও পড়ুন : সুস্থ আছেন পরিবহ, বাড়ি ফিরবেন আগামী সপ্তাহে

আরও পড়ুন : SSKM-এর শৌচাগারে রোগীর ঝুলন্ত দেহ

হাসপাতাল সূত্রে খবর, হাওড়ার বাসিন্দা ওই রোগীকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসে তাঁর পরিজনরা । যদিও এনিয়ে মৃত ব্যক্তির পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । পুলিশের তরফে জানা গেছে, নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে । যদিও আজকের ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলেনি ।

ABOUT THE AUTHOR

...view details