পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ঝড়বৃষ্টিতে ত্রিপল হাতে রাত কাটল অনশনকারী SSC চাকরিপ্রার্থীদের

নিজেরাই সারা রাত মাথায় ত্রিপল ধরে দাঁড়িয়ে রইলেন। তবুও নিজেদের অবস্থান থেকে একচুলও নড়লেন না ক্লাস নাইন থেকে টুয়েলভ ওয়েটিং লিস্টে থাকা অনশনরত SSC চাকরিপ্রার্থীরা।

অনশনকারী SSC চাকরিপ্রার্থী

By

Published : Mar 15, 2019, 6:01 PM IST

কলকাতা, ১৫ মার্চ: প্রবল ঝড়বৃষ্টি। মাথার উপর নেই ছাউনি। নিজেরাই সারা রাত মাথায় ত্রিপল ধরে দাঁড়িয়ে রইলেন। তবুও নিজেদের অবস্থান থেকে একচুলও নড়লেন না ক্লাস নাইন থেকে টুয়েলভ ওয়েটিং লিস্টে থাকা অনশনরত SSC চাকরিপ্রার্থীরা।

গত ১৫ দিন ধরে ধর্মতলায় প্রেসক্লাবের কাছে ঝড়, বৃষ্টি, রোদ, ঠান্ডাকে উপেক্ষা করে চাকরির দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা SSC চাকরিপ্রার্থীরা। মাথার উপর কোনও ছাউনি টাঙানোর অনুমতি পাননি তাঁরা। গতরাতে প্রবল ঝড়বৃষ্টিতে নিজেরাই মাথার উপর ত্রিপল ধরে দাঁড়িয়ে রাত কাটালেন।

এক চাকরিপ্রার্থী অর্পিতা দাস বলেন, “কালকের অভিজ্ঞতা খুবই ভয়ানক। কারণ কালকে রাত ১১টার পর হঠাৎই প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। যেহেতু আমাদের মাথার উপরে কোনও ছাউনি নেই, তাই মেয়েরা ও ছেলেরা সবাই মিলে ত্রিপল হাতে ধরে দাঁড়িয়েছিলাম। এখানে একজন চাকরিপ্রার্থীর সঙ্গে তাঁর বাচ্চাও আছে। তাঁদেরও কালকের রাতটা খুব দুর্বিষহ কেটেছে। ছোটো বাচ্চাটি একটুও ঘুমোতে পারেনি।"

তবে এটাই প্রথমবার নয়। এর আগেও বেশ কয়েকদিন ঝড়বৃষ্টিতে এইভাবেই ত্রিপল হাতে ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনশনকারীদের। তার মধ্যে আবার আন্দোলনকে আরও জোরদার করতে রিলে অনশনের বদলে টানা অনশন শুরু করেছেন তাঁরা। ইতিমধ্যেই প্রায় ৫৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। অনশন মঞ্চে গর্ভপাত হয়ে গেছে দু'মাসের অন্তঃসত্ত্বা এক চাকরিপ্রার্থীর। একজনের ডেঙ্গিও হয়েছে।

অর্পিতা আরও বলেন, “আগামীকাল সন্ধে ৬টায় আমরা SSC সংক্রান্ত বা বেকারত্বের কারণে বিগত বছরগুলিতে যাঁরা আত্মহত্যা করেছেন তাঁদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করেছি। সরকারের তরফে সদিচ্ছার অভাব রয়েছে। আমাদের এখনও পর্যন্ত কোনওরকম আশ্বাস দেয়নি সরকার। সেক্ষেত্রে আমরাও হয়তো সেই দিকেই একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তাই আমরা তাঁদের স্মরণে স্মরণসভার আয়োজন করেছি।”

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details