কলকাতা, 3 মে:মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক লস্কর জঙ্গিকে 17 মে পর্যন্ত উচ্চ নিরাপত্তায় কলকাতার সংশোধনাগারে রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC order on Lashkar terrorist)৷ এ দিন জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ । আজ সেই জঙ্গিকে হাজির করা হয় হাইকোর্টে (Calcutta High Court)।
হাইকোর্ট সুত্রে খবর, 2007 সালের এপ্রিল মাসে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে শেখ আবদুল নইম-সহ আরও তিনজনকে গ্রেফতার করে বিএসএফ । তিন জন হলেন পাকিস্তানি নাগরিক মহম্মদ ইউনুস, আবদুল্লা এবং জম্মু ও কাশ্মীরের মুজাফফর আহমেদ । তাদের কাছে থেকে ভুয়ো পরিচয়পত্র, লাইসেন্স, পাসপোর্ট, সময় অতিক্রান্ত ভিসা, ভারতীয় মুদ্রা ও মার্কিন ডলার এবং কিছু বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয় । তাদের ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় যুদ্ধে প্ররোচনা দেওয়া, প্রতারণা, ফরেনার্স অ্যাক্টে অভিযুক্ত করা হয়েছিল (Lashkar terrorist to be kept at Presidency Correctional Home)।