পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বকেয়া জরিমানা উদ্ধারে বিশেষ ছাড় ঘোষণা লালবাজারের - ডিসি ট্রাফিক রুপেশ কুমার

ট্রাফিক জরিমানায় বকেয়া অর্থ উদ্ধারের জন্য ফের একবার ছাড়ের ঘোষণা করা হল লালাবাজারের তরফ থেকে ৷ 1 মার্চ থেকে 31 মার্চের মধ্যে জরিমানা প্রদান করলে পাওয়া যাবে 50 শতাংশ ছাড় ৷

Lalbazar
লালবাজার

By

Published : Feb 29, 2020, 12:10 PM IST

Updated : Feb 29, 2020, 12:39 PM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি: বকেয়া জরিমানা আদায়ে বিশেষ ছাড়ের ঘোষণা করল লালবাজার ৷ আগামী একমাসের মধ্যে জরিমানা জমা করলে মিলবে 50 শতাংশ ছাড় ৷ বকেয়া অর্থ উদ্ধার করতে এককালীন বন্দোবস্ত প্রকল্প (ওয়ান টাইম সেটলমেন্ট) ঘোষণা করলেন ডিসি ট্রাফিক রূপেশ কুমার ৷

আগেও নেওয়া হয়েছিল এই উদ্যোগ ৷ সরকারি কোষাগারে জমাও পড়েছিল কয়েক কোটি টাকা ৷ কিন্তু তাতেও মেটেনি সব মামলা, আদায় হয়নি বকেয়া জরিমানা ৷ সেই টাকা উদ্ধারেই লালবাজারের তরফ থেকে আজ এই বিশেষ ছাড়ের ঘোষণা করা হল ৷ লালবাজার সূত্র অনুযায়ী, 25 ফেব্রুয়ারি অবধি জমে থাকা যেকোনও ট্রাফিক সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি করা হবে, জরিমানায় দেওয়া হবে বিশেষ ছাড়ও ৷

লালবাজারে ডিসি ট্রাফিক রূপেশ কুমার বলেন, ‘‘ আগামী মার্চে শুরু থেকেই চালু হতে চলেছে ওয়ান টাইম সেটলমেন্ট স্কিম । আগামী 1 মার্চ থেকে 31 মার্চের মধ্যে এই জরিমানা প্রদান করলেই পাওয়া যাবে 50% ছাড় । কলকাতা পুলিশের ওয়েবসাইটে অনলাইনে কিংবা অফলাইনে জমা দেওয়া যাবে বকেয়া জরিমানা ।

ডিসি ট্রাফিক রূপেশ কুমারের বক্তব্য

এই পরিষেবা গাড়ির মালিকের কাছে পৌঁছে দিতে কলকাতার বেশ কিছু জায়গায় কিয়স্ক করার ভাবনা-চিন্তাও চলছে বলে জানানো হয় লালবাজার সূত্রে ৷ বিগত দিনে যে পরিমাণ অর্থ আদায় হয়েছিল, এবারও তার অন্যথা হবে না বলেই মনে করছে লালবাজার কর্তৃপক্ষ । রাজ্যবাসী এই ছাড়ের পরিষেবা গ্রহণ করবে বলে আশাবাদী তারা ।

Last Updated : Feb 29, 2020, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details