কলকাতা, 9 জুলাই : সীমান্তে যত কড়া হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স , ততই নতুন ফন্দি ফিকির বের করছে স্মাগলাররা । শুরু হয়েছে সীমান্ত অপরাধের নতুন ট্রেন্ড ৷ রান্নার গ্যাসের সিলিন্ডারকে ব্যবহার করা হচ্ছে চোখে ধুলো দেওয়ার মাধ্যম হিসেবে । পরপর দু'টি ঘটনায় মোডাস অপারেন্ডি নিয়ে নিশ্চিত সীমান্তরক্ষী বাহিনী । ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলাকে ।
গ্যাস সিলিন্ডারের ভিতরে মীন পাচার, আন্তর্জাতিক স্মাগলিংয়ের নতুন ছক ? - পশ্চিমবঙ্গে BSF-এর খবর
রান্নার গ্যাসের সিলিন্ডারের ভিতরে লুকিয়ে পাচার করা হচ্ছিল মীন ৷ কিছুদিন আগে বাইকে করে সিলিন্ডারে লুকিয়ে মদ পাচার করা হচ্ছিল ৷ তবে কি এটাই নতুন ট্রেন্ড পাচারকারীদের ?
BSF সূত্রে খবর, গত সন্ধ্যায় উত্তর 24 পরগনার পানিতার বর্ডার আউট পোস্টের কাছে 153 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা এক মহিলার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন । দেখা যায়, একটি গ্যাস সিলিন্ডার খুব সহজেই এক মহিলা হাতে তুলে নিয়ে সীমান্তের দিকে যাচ্ছে । দেখা মাত্র দ্রুত সক্রিয় হয় BSF-এর এক মহিলা কর্মী । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানায় নতুন গ্যাস সিলিন্ডার বাড়ির জন্য নিয়ে যাচ্ছে । গ্যাসের বুকিং সংক্রান্ত কাগজপত্র তাকে দেখাতে বলা হলে, তা পাওয়া যায়নি । BSF-এর মহিলা জওয়ান সীমা পাহাড়ি এরপর ওই গ্যাস সিলিন্ডারে হাতে ধরলে বুঝতে পারেন, ভরতি সিলিন্ডারের তুলনায় এই সিলিন্ডারটির ওজন অনেকটাই কম । ভালো করে নজর করতে বোঝা যায়, সিলিন্ডারের তলার দিকে ওয়েল্ডিং করা হয়েছে । এরপর তিনি অন্যান্য সঙ্গীদের বিষয়টি জানান । সিলিন্ডারটি উল্টে ওয়েল্ডিংয়ের জায়গা ধরে টানতেই বেরিয়ে পরে অন্য কিছু । দেখা যায়, জলভরা আটটি প্লাস্টিকের প্যাকেট । তাতে বিভিন্ন মাছের মীন ছিল । সঙ্গে সঙ্গে ওই মহিলাকে গ্রেপ্তার করে সীমান্তরক্ষী বাহিনী । ধৃতের নাম জাহানারা খাতুন । বয়স 30 বছর । ওই মহিলা বসিরহাটের জিরো পয়েন্টের বাসিন্দা ।
মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, সে 1000 টাকার বিনিময়ে ওই সিলিন্ডার বাংলাদেশে পাচার করছিল । তাকে ওই সিলিন্ডার দিয়েছে বসিরহাটের ইতিন্ডার বাসিন্দা জাকির মোল্লা । ইতিমধ্যেই জাকিরের খোঁজ শুরু হয়েছে । নতুন এই মোডাস অপারেন্ডি নিয়ে সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের কর্তারা যখন বার্তা ছড়িয়ে দিতে থাকেন তখন খবর পান আরও একটি একই ঘটনার । সোমবার (6 জুলাই) মালদার বায়রাঘাটে 78 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা দেখতে পেয়েছিলেন এক মোটরবাইক আরোহীকে । সেও গ্যাস সিলিন্ডার নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল । তার গতিবিধি ও সন্দেহজনক ঠেকে BSF-এর । তাকে চ্যালেঞ্জ করতে সিলিন্ডার ফেলে রেখে পালিয়ে যায় সে । সিলিন্ডার থেকে উদ্ধার হয় 11 বোতল বিদেশি মদ এবং চার বোতল দেশি মদ । উদ্ধার করা হয় তার বাইকটিও । পলাতক ওই ব্যক্তির নাম কালো শেখ । তার খোঁজ চলছে ।