পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kunal removes Partha tweet: পার্থকে নিয়ে টুইট সরালেন কুণাল, বিকেলে বৈঠকে তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটি - কুণাল ঘোষ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বিকেল 5টায় বৈঠকে বসতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি । পার্থকে (Kunal removes Partha tweet) দল থেকে বহিষ্কার হবে কি না, সেই বৈঠকেই (Partha Chatterjee) সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গিয়েছে ৷

Kunal Ghosh removes Partha Chatterjee tweet as TMC meets to find way
পার্থকে নিয়ে টুইট সরালেন কুণাল, বিকেলে বৈঠকে তৃণমূল শৃঙ্খলা রক্ষা কমিটি

By

Published : Jul 28, 2022, 12:28 PM IST

Updated : Jul 28, 2022, 1:18 PM IST

কলকাতা, 28 জুলাই: আরও বিপুল টাকা উদ্ধারের পর নানা মহলে চাপ বাড়ায় এ বার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি সত্যিই কোনও ব্যবস্থা নিতে চলেছে তৃণমূল কংগ্রেস ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বিকেল 5টায় বৈঠকে বসতে চলেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি (Kunal Ghosh removes Partha Chatterjee tweet)। পার্থকে দল থেকে বহিষ্কার হবে কি না, সেই বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গিয়েছে ৷

পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) মন্ত্রিত্ব ও দলের সব পদ থেকে সরানো উচিত বলে দাবি করে সকালে টুইট করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal removes Partha tweet)৷ পরে সেই টুইট সরিয়ে নিয়ে তিনি জানান, সেটি তাঁর ব্য়ক্তিগত টুইট ছিল ৷ এই নিয়ে বিকেলে অভিষেকের বৈঠকেই সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন তিনি (TMC meeting over Partha Chatterjee)৷

এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে কয়েক ঘণ্টা আগেই সরব হয়েছিলেন কুণাল ঘোষ । তিনি প্রশ্ন তুলেছিলেন, বারবার করে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশ্ন উঠলেও তিনি কেন কোনও প্রতিক্রিয়া দিচ্ছেন না । একই ভাবে কুণালের সুরেই পার্থকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন আর এক মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ও বিশ্বজিৎ দেব । এরপরেই নিজের পুরনো টুইট সরিয়ে দেন কুণাল ঘোষ । সেখানে তিনি বলেছেন, আগে আমি আমার ব্যক্তিগত মতামত জানিয়েছিলাম । কিন্তু এরপর দল এই নিয়ে পদক্ষেপ করেছে । পাঁচটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক ডেকেছেন । এখানে আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন কাজেই এই টুইট অপ্রাসঙ্গিক ।

আজ বিকেলে শৃঙ্খলা রক্ষা কমিটি এক জায়গায় বসে সিদ্ধান্ত নেবে পার্থ চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কী হতে চলেছে । এখনও পর্যন্ত যা খবর, আজকের এই শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে অভিষেক ছাড়াও উপস্থিত থাকবেন শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান সুব্রত বক্সি, দলের রাজ্য সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য-সহ প্রথম সারির নেতারা । যৌথভাবে আলোচনার ভিত্তিতে দল সিদ্ধান্ত নেবে শেষ পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হবে !

আরও পড়ুন:পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দল থেকে সরানো হোক, টুইট কুণাল ঘোষের

প্রসঙ্গত গত শনিবার পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বসেছিল শৃঙ্খলা রক্ষা কমিটি । সে সময়ই দলের একটা বড় অংশ পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার পক্ষে থাকলেও, রাজ্যের এক শীর্ষ নেতার অনুরোধে শেষ পর্যন্ত কড়া সিদ্ধান্ত নেয়নি দল । তবে ইডি হেফাজতে থাকাকালীন যেভাবে কখনও পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন - তাঁকে কোনওভাবেই ভালোভাবে দেখছে না শীর্ষ নেতৃত্ব । যেভাবে সংবাদ মাধ্যমে নেত্রীকে ফোনের কথা বলেছেন, আবার কখনও বলেছেন মন্ত্রিত্ব থেকে কেন সরবেন ! তৃণমূল নেতৃত্বেরও প্রশ্ন কেন এ কথা বলতে পারছেন না যে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন । পার্থর এই নীরবতার কারণে দল বিড়ম্বনার মধ্যে পড়ছে । আর সে কারণেই শৃঙ্খলা রক্ষা কমিটি এ দিন ব্যবস্থা নিতে পারে বলে মনে করা হচ্ছে ।

Last Updated : Jul 28, 2022, 1:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details