কলকাতা, 25 সেপ্টেম্বর: পুজোর মুখে একের পর এক উপহার পাচ্ছেন শহরবাসী । টালা সেতু খুলেছে সম্প্রতি । উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী । এবার এক্সাইডের সামনে আধুনিক মানের চলমান সিঁড়ি যুক্ত ফুট ওভার ব্রিজের উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম । জানালেন নাগরিকরা আরও দুটি নতুন ফুটব্রিজ পেতে চলেছে দ্রুত । রাসবিহারী মোড় এবং বালিগঞ্জ ফাঁড়িতে হবে নতুন ফুট ওভার ব্রিজ দুটি (New Foot Over Bridges) ।
এক্সাইড মোড়ে ফুট ওভার ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "রাসবিহারী মোড়ে একটি ফুট ওভার ব্রিজ তৈরি করা হবে । সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে । পিপিপি মডেলে এই ফুট ওভার ব্রিজ তৈরি করা হবে । তবে বালিগঞ্জ ফাঁড়িতে ফুট ওভার ব্রিজ নির্মাণের জন্য পুলিশের অনুমতি এখনও মেলেনি ।"
আরও পড়ুন:নিউ গড়িয়া-রুবি রুটে ছুটল মেট্রো, সফল ট্রায়াল রান
পাশাপাশি তিনি এদিন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাগুলির উদ্দেশ্য জানান, এখন থেকে ফুট ওভার ব্রিজে লিফট রক্ষণাবেক্ষণ না করলে সংশ্লিষ্ট সংস্থাকে জরিমানা গুনতে হবে । শহরে ফুট ওভার ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া বেসরকারি সংস্থাকে । পরিবর্তে ওই সংস্থাগুলি সেখানে বিজ্ঞাপন হোর্ডিং টাঙাতে পারে । অনেক সংস্থা ফুট ওভার ব্রিজের লিফট রক্ষণাবেক্ষণ করছে না । বালিগঞ্জ, উল্টোডাঙা, এনআরএস ও আলিপুর চিড়িয়াখানা সামনে থাকা ফুট ওভার ব্রিজে লিফট রয়েছে ।
মেয়র আরও বলেন, "আলিপুর চিড়িয়াখানা ছাড়া বাকি ফুটব্রিজের লিফট এখন অচল । ফুটব্রিজে বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা আয় করবে অথচ লিফট রক্ষণাবেক্ষণ করবে না তা আর চলবে না । লিফট বন্ধ রাখলে দায়িত্বে থাকা সংস্থার কাছ থেকে জরিমানা আদায় করা হবে । ঘণ্টার হিসেবে জরিমানা নেওয়া হবে ।"
উল্লেখ্য, টালা সেতুর পর তার পাশে থাকা জরাজীর্ণ চিৎপুর সেতুর ভাঙার কাজ শুরু হবে । সেখানেও তৈরি হবে নয়া উড়ালপুল । সেজন্য সেতুর নিজে বসবাসকারীদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে সরকার । পৌরনিগমে পৌর ও নগরোন্নয়ন দফতরের সচিব খলিল আহমেদের নেতৃত্বে এক বৈঠকে এই পরিকল্পনা চুড়ান্ত করা হয়েছে ।