পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Micro Heart Surgery: আর ওপেন হার্ট সার্জারি নয়, হার্ট ব্লকেজ থেকে রেহাই দিতে নয়া ব্যবস্থা বেসরকারি হাসপাতালের - মাইক্রো হার্ট সার্জারি

সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মাইক্রো হার্ট সার্জারি (Micro Heart Surgery) করে সম্পূর্ণ সুস্থ হলেন 87 বছরের বৃদ্ধ ।

kolkata-private-hospital-conduct-micro-heart-surgery-successfully
Micro Heart Surgery: আর ওপেন হার্ট সার্জারি নয়, হার্ট ব্লকেজ থেকে রেহাই দিতে নয়া ব্যবস্থা বেসরকারি হাসপাতালের

By

Published : Sep 20, 2022, 8:49 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর : বর্তমানে হার্টের সমস্যায় ভুগছেন অনেকেই । পরীক্ষার পরই ধরা পড়ছে হার্ট ব্লক (Heart Block) । উপায় একমাত্র ওপেন হার্ট সার্জারি (Open Heart Surgery) । তবে সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে বয়স । তাই এবার আর ওপেন হার্ট না করে একেবারে কম সময়ে সুস্থ হয়ে ওঠার পথ দেখাল বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতাল অ্যাপোলো । মাইক্রো হার্ট সার্জারি (Micro Heart Surgery) করে সম্পূর্ণ সুস্থ হলেন 87 বছরের বৃদ্ধ ।

হলদিয়ার বাসিন্দা অশ্বিনীকুমার ভুঁইয়া । বয়স প্রায় 87 । তাঁর জুলাই মাস নাগাদ শুরু হয় বুকে অসহ্য যন্ত্রণা । ক্রমেই বন্ধ হয়ে যাচ্ছিল তাঁর কথা বলার শক্তি । তারপর তিনি শহরে এসি হাসপাতালে যোগাযোগ করেন । সেখানে দেখা যায় তাঁর হার্ট ব্লক ।

তিনি বলেন, "চিকিৎসকরা প্রথমে আমার হার্টের একটা ভালভ খুলে দেয় । তবে সেখানেও স্বস্তি পাচ্ছিলাম না । তারপর তাঁরা জানান, আমার হার্টে আরও ব্লকেজ রয়েছে । তখন তাঁরা ওপেন হার্ট না করে মাইক্রো সার্জারির মাধ্যমে আমার অপারেশন করেন । মোট এক সপ্তাহের মধ্যেই আমি সুস্থ হয়ে যাই । অগস্টের 17 তারিখ ভর্তি হয়েছিলাম । এখন আমি অনেকটাই সুস্থ ।"

কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জেন চিকিৎসক সুষণ মুখোপাধ্যায় এই মাইক্রো সার্জারি করেন । তিনি বলেন, "এখন ওপেন হার্ট সার্জারি নয়, মাইক্রো হার্ট সার্জারিটাই বেশি সুবিধাজনক । এতে অনেক সুবিধা আছে ৷ কোনও হাড় কাটা হয় না । রক্তপাতের পরিমাণ অগ্রাহ্য করার মতো, ফলে রক্ত দেওয়ার প্রয়োজন হয় না । রক্তবাহিত রোগ হওয়ার সম্ভাবনাও থাকে না ।’’

তিনি আরও বলেন, ‘‘আঘাত বা অস্ত্রোপচারের পরে ফুসফুসে সংক্রমণের পরিমাণ কমে যায় । তাই এই সার্জারি ডায়বেটিসের রোগী বা সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা দুর্বল এমন রোগীদের জন্য আদর্শ । যে ছিদ্রটা করা হয়, তা একেবারেই ছোট, মাত্র 2-3 ইঞ্চির । ফলে হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছে, এটা বোঝা অসম্ভব হয়ে পড়ে । সুতরাং ক্ষত থেকে যাওয়ার সম্ভাবনাও কমে যায় ।’’

তাঁর আরও বক্তব্য, ‘‘হাসপাতালে থাকার এবং সেরে ওঠার সময় এই কেসে ন্যূনতম এবং স্বাভাবিক অবস্থায় সাধারণত অস্ত্রোপচারের 7 দিনের মধ্যে রোগী পুরোপুরি সেরে ওঠেন । ভবিষ্যতের অস্ত্রোপচারগুলোতে ঝুঁকির দিক উল্লেখযোগ্যভাবে কমে যায় ।" তবে শুধু এই ভদ্রলোকই নয় । একজন 85 বছরের বৃদ্ধাও সম্পূর্ণভাবে সুস্থ হয়েছেন এই সার্জারির মাধ্যমে ।

আরও পড়ুন :কাটাছেঁড়া ছাড়াই 104 বছরের বৃদ্ধের হৃৎপিণ্ডের ভালভ প্রতিস্থাপন

ABOUT THE AUTHOR

...view details