কলকাতা, 1 ফেব্রুয়ারি:অভিযোগকারী হান্ড্রেডে ফোন (dial 100 call to control room) ডায়াল করলে পুলিশ যাতে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যেতে পারে, সে জন্য উদ্যোগী হল কলকাতা পুলিশ ৷
কলকাতা পুলিশের (Kolkata police on dial 100) আওতাধীন কোনও জায়গায় বিপদ ঘটলে জরুরি ভিত্তিতে পুলিশি সাহায্য পাওয়ার জন্য 100 ডায়ালের ব্যবস্থা আছে । 100 ডায়ালে ফোন করার পর সেই বার্তা প্রথমে আসে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের কন্ট্রোল রুমে । তারপর সেই অভিযোগ নির্দিষ্ট স্থানীয় থানায় জানিয়ে দেওয়া হয় । এরপর স্থানীয় থানার পুলিশ কর্মীরা অভিযোগকারীকে ফোন করে সরাসরি ঘটনাস্থলে পৌঁছে যান ৷ পাশাপাশি যায় স্থানীয় মোবাইল পেট্রোলিং ভ্যান বা পিসিআর ভ্যানও ।
তবে কলকাতা পুলিশের নতুন নগরপাল দায়িত্ব নেওয়ার পর থেকেই এই বিষয়টিকে আরও সরলীকরণ করে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গড়ে তুলতে চেয়েছেন । একটি সমীক্ষায় দেখা গিয়েছে, অভিযোগকারী ব্যক্তি হান্ড্রেড ডায়ালে ফোন করার পর, সেখান থেকে স্থানীয় থানায় বার্তা প্রেরণ করে, ঘটনাস্থলে যখন পুলিশ এসে উপস্থিত হয়, তার মধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে । এই সময় বাঁচানোর জন্যই এবার অত্যাধুনিক প্রযুক্তি আনতে চলেছে লালবাজার ।
আরও পড়ুন:Lalbazar on ATM looting : দ্রুত রক্ষী নিয়োগ করতে হবে সব এটিএমে, ব্যাঙ্কগুলিকে জানিয়ে দিল লালবাজার