কলকাতা, 16 এপ্রিল : নির্ভয়া কাণ্ডের ছায়া যাতে এরাজ্যে না পড়ে, অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ । আলিপুরের বডিগার্ড লাইনে ‘নির্ভয়া প্রজেক্ট’-এর উদ্বোধন করলেন নগরপাল বিনীত গোয়েল । অনুষ্ঠানে ছিলেন কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা (Kolkata Police starts Nirbhaya Project) ।
জানা গিয়েছে, এই নির্ভয়া প্রজেক্ট-এর অন্তর্গত মোট 32টি গাড়ি উদ্বোধন করা হয় । তারমধ্যে 10টি গাড়ি হল মোবাইল ইনভেস্টিগেশন ভ্যান । তাছাড়াও রয়েছে 18টি মোবাইল টয়লেট এবং 4টি মোবাইল কিচেন । মূলত দিল্লির নির্ভয়া কাণ্ড সামনে আসার পর দেশব্যাপী একটি কমিটি বেশ কিছু ব্যবস্থাপনার জন্য সুপারিশ করেছিল । তারমধ্যে অন্যতম ছিল রাস্তায় আলো এবং পুলিশি নজরদারি বাড়ানো ।