পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বড়বাজারে হিসাব বহির্ভূত ৩০ লাখ টাকা বাজেয়াপ্ত, গ্রেপ্তার ১

গতরাতে বড়বাজারে এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় কলকাতা পুলিশের ওয়াচ সেকশন। ওই ব্যক্তির নাম সুশীল শর্মা। তিনি কেষ্টপুরের বাসিন্দা। তাঁর সঙ্গে থাকা ব্যাগ দেখে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ৩০ লাখ টাকা নগদ

By

Published : Mar 14, 2019, 8:04 PM IST

৩০ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ

কলকাতা, ১৪ মার্চ: আবার বড়বাজার। আবারও হিসাব বহির্ভূত টাকা বাজেয়াপ্ত। এবার নগদ প্রায় ৩০ লাখ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, গতরাতে বড়বাজারে এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় কলকাতা পুলিশের ওয়াচ সেকশন। ওই ব্যক্তির নাম সুশীল শর্মা। তিনি কেষ্টপুরের বাসিন্দা। তাঁর সঙ্গে থাকা ব্যাগ দেখে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ৩০ লাখ টাকা নগদ। এই বিপুল পরিমাণ নগদ তিনি কোথা থেকে পেলেন, সে বিষয়ে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি কলকাতা পুলিশকে। এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

স্বচ্ছ নির্বাচন করতে কমিশনের তরফে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। তার মধ্যে আছে নগদ উদ্ধারের বিষয়টিও। কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে, স্বচ্ছ শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর তারা। সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। তারপর থেকেই শহরের সর্বত্রই নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত এক কোটি টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। কয়েকদিন আগে বড়বাজার থেকে হিসাব বহির্ভূত ২৪ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়। এই নিয়ে গ্রেপ্তার করা হয়েছে মোট তিনজনকে।

ABOUT THE AUTHOR

...view details