পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নিরঞ্জনের সময় তলিয়ে যাচ্ছিল চার যুবক, পুলিশের তৎপরতায় রক্ষা - 4 যুবককে বাঁচাল কলকাতা পুলিশ

প্রতিমা নিরঞ্জনের সময় তলিয়ে যেতে বসা চার যুবককে বাঁচাল কলকাতা পুলিশ ।

Kolkata police
Kolkata police

By

Published : Oct 28, 2020, 9:45 PM IST

কলকাতা, 28 অক্টোবর : প্রতিমা নিরঞ্জনে শোকের আবহ তৈরি হয়েছিল মুর্শিদাবাদে । বেলডাঙায় জোড়া নৌকাডুবিতে জলে ডুবে মৃত্যু হয়েছে পাঁচজনের । কলকাতায় ঘটতে যাচ্ছিল তেমনটাই । বিসর্জনে এসে তলিয়ে যেতে বসা 4 যুবককে বাঁচাল কলকাতা পুলিশ ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বিকেলে সল্টলেকের একটি বাড়ির প্রতিমা নিরঞ্জনের জন্য এসেছিলেন সাতজন । শোভাবাজার ঘাটে হচ্ছিল সেই নিরঞ্জন । হঠাৎই নিরঞ্জনের মাঝে পা পিছলে গঙ্গায় পড়ে যান সাদ্দাম শেখ নামে এক যুবক । তাঁকে তলিয়ে যেতে দেখে গঙ্গায় ঝাঁপ দেয় আরও তিনজন । দেখতে পান এক পুলিশকর্মী । সক্রিয়তার সঙ্গে ঝাঁপ দেন গঙ্গায় । সঙ্গে সঙ্গেই আসে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ । তাদের তৎপরতায় প্রাণ বাঁচে চার যুবকের ।

কোরোনা মোকাবিলা হোক কিংবা শহরের আইনশৃঙ্খলা রক্ষা কলকাতা পুলিশের স্লোগান, “পাশে আছি" । আজ ফের সেই ছবি দেখল কলকাতা ।

ABOUT THE AUTHOR

...view details