পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Fake WBCS Officers Arrested: কলকাতায় গ্রেফতার দুই ভুয়ো ডব্লুবিসিএস অফিসার - Fake Covid Vaccine

চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই দুই যুবককে (Fake WBCS Officers Arrested) ৷ তারা নিজেদের ডাব্লুবিসিএস অফিসার বলে পরিচয় দিত ৷ এর আগে কলকাতায় ভুয়ো আইএএস অফিসার ধরা পড়েছিল ৷

kolkata-police-arrested-two-fake-wbcs-officer
Fake WBCS Officers Arrested: কলকাতায় গ্রেফতার দুই ভুয়ো ডব্লুবিসিএস অফিসার

By

Published : Aug 8, 2022, 7:13 PM IST

কলকাতা, 8 অগস্ট : ফের ভুয়ো সরকারি আধিকারিক ধরা পড়ল কলকাতায় ৷ এবার ডাব্লুবিসিএস আধিকারিক পরিচয়ে প্রতারণার অভিযোগে ধরা পড়েছেন দু’জন (Fake WBCS Officers Arrested) ৷ তাদের গ্রেফতার করেছে কলকাতার বেলেঘাটা থানার পুলিশ (Kolkata Police) ৷ এর আগে ভুয়ো আইএএস পরিচয়ে দেবাঞ্জন দেব (Fake IAS Officer Debanjan Deb) নামে একজনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ ৷ সেই ঘটনা নিয়ে করোনা অতিমারির (Covid Pandemic) সময় ব্যাপক হইচই পড়ে গিয়েছিল ৷

কলকাতা পুলিশের ডিসি ইএসডি প্রিয়ব্রত রায় জানিয়েছেন, ভুয়ো ডাব্লুবিসিএস আধিকারিক পরিচয়ে যাঁদের ধরা হয়েছে, তাঁদের নাম সোহাগ এবং সৌমেন । আগামিকাল তাদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা । এছাড়া জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে একটি ব্যাগ ও বিভিন্ন নথি উদ্ধার হয়েছে ৷ দু’টি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

অভিযোগ, ওই দুই যুবক চাকরি দেওয়ার নামে প্রতারণা করত ৷ টাকা নিত ৷ বেলেঘাটা থানা এলাকার দুই যুবকের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিল সোহাগ ও সৌমেন ৷ কিন্তু চাকরি দিতে না পারায় ওই দুই যুবক পুলিশের দ্বারস্থ হন ৷ কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এর পরই সোহাগ ও সৌমেনকে আটক করে পুলিশ ৷ জেরায় তারা ভুয়ো ডাব্লুবিসিএস অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ স্বীকার করে ৷ তার পরই তাদের গ্রেফতার করা হয় বেলেঘাটা থানার তরফে ৷

প্রসঙ্গত, গত বছরের জুনের শেষ দিকে দেবাঞ্জন দেব নামে এক যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ তার বিরুদ্ধে ভুয়ো আইএএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ ওঠে ৷ করোনার ভুয়ো ভ্যাকসিন (Fake Covid Vaccine) দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ তার পর নীলবাতি গাড়ি ব্যবহার, প্রতারণা, জাল নথি তৈরি-সহ একাধিক অভিযোগ ওঠে দেবাঞ্জনের বিরুদ্ধে ৷

তবে কসবার রাজডাঙা মেন রোডে তিনি কোভিড ভ্যাকসিন দেওয়ার শিবির আয়োজন করেছিলেন, তা প্রথমে নজরে আসেনি ৷ কিন্তু সেই শিবির থেকেই ভ্যাকসিন নেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী (TMC MP Mimi Chakraborty) ৷ কিন্তু সার্টিফিকেট না পেয়ে তিনিই প্রথমে এই বিষয়ে হইচই শুরু করেন ৷ তখনই দেবাঞ্জনের প্রতারণার বিষয়টি সামনে আসে ৷

আরও পড়ুন :ভুয়ো টিকাকরণ শিবির থেকে ধৃত ভুয়ো আইএএস আধিকারিক

ABOUT THE AUTHOR

...view details