সল্টলেক, 23 অগস্ট: দুর্গাপুজোয় 60 হাজার টাকা অনুদান প্রসঙ্গে রাজ্য সরকারকে নিশানা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ অভিযোগ করলেন, পুজোর জাঁকজমকের মাধ্যমে মানুষকে ভুলিয়ে রাখতে চাইছে শাসকদল ৷ আর তাঁর দাবি, মানুষ সেই জাঁকজমক দেখে সব দুর্নীতি ভুলেও যাবে (Kolkata People not Thinking About Corruption) ৷
গতকাল দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে 60 হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ যা নিয়ে এ দিন সরকারকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ সেই সঙ্গে কলকাতার লোকজন দুর্নীতি নিয়ে ভাবনাচিন্তা করে না বলে দাবি করেন তিনি ৷ বলেন, ‘‘রাজ্য সরকারের এই অনুদান এবং দান খয়রাতি চলছে ৷ তার পর পুজোর জাঁকজমক দেখে 500 কোটি-600 কোটির সব দুর্নীতি মানুষ ভুলে যাবে ৷ এ প্রসঙ্গেই পুজোয় 11 দিনের ছুটি নিয়ে দিলীপ ঘোষ বলেন, মানুষকে ভুলিয়ে রাখতে চাইছে শাসকদল ৷ আর মানুষ এ সব দেখে সব ভুলেও যায় বলে দাবি করেছেন দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, নাচগান, আনন্দ-উৎসব করে মানুষ ভুলে যাবে তৃণমূল নেতাদের দুর্নীতি ৷ কার টাকা লুঠ করা হয়েছে, কত টাকা লুঠ হয়েছে, তাতে কলকাতার মানুষের কিছু যায় আসে না বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷