পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে দুর্ঘটনায় 'মৃত'কে ফের জেরা, রাঘববোয়ালের খোঁজে সিবিআই

জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে দুর্ঘটনায় (Jnaneswari Express accident) মৃত হিসেবে নিজেকে উল্লেখ করে যাবতীয় সুযোগ সুবিধে হাতিয়ে নেওয়া অমৃতাভের সঙ্গে যুক্ত রয়েছেন রেলের আধিকারিক-সহ আরও অনেকে ৷ এমনই সন্দেহ সিবিআইয়ের ৷

Kolkata man who 'officially died' in 2010 Jnaneswari Express accident is being interrogated by cbi
জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনায় 'মৃত'কে জেরা, রাঘববোয়ালের খোঁজে সিবিআই

By

Published : Jun 20, 2021, 6:59 PM IST

কলকাতা, 20 জুন :জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে দুর্ঘটনায় (Jnaneswari Express accident) নিজেকে মৃত হিসেবে দাবি করে সুযোগ সুবিধে হাতিয়ে নেওয়া অমৃতাভ চৌধুরী ও তার বাবা মিহিরকুমার চৌধুরীকে ফের জিজ্ঞাসাবাদ করল সিবিআই । পাশাপাশি জোড়াবাগান থানা এলাকায় অমৃতাভের বাড়িতে গিয়েও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।

সিবিআই সূত্রে খবর, অমৃতাভকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নাম-সহ তথ্য পেয়েছেন গোয়েন্দারা । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান, এই ঘটনায় রেলের একাধিক বড় আধিকারিকও যুক্ত থাকতে পারেন । অমৃতাভের কাছে জানতে চাওয়া হচ্ছে, তিনি কীভাবে জাল ডিএনএ রিপোর্ট বের করলেন ? কীভাবে তা গ্রহণযোগ্য হল ? তবে কি এই ঘটনায় যুক্ত রয়েছে কোনও রাঘববোয়াল ? সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী গোয়েন্দারা ৷ এ দিন অমৃতাভের প্রতিবেশীদের সঙ্গেও কথা বলে সিবিআই ।

জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনায় 'মৃত'কে জেরা, রাঘববোয়ালের খোঁজে সিবিআই

আরও পড়ুন:জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় ‘মৃত’ ব্যক্তির পুনর্জন্ম ! সিবিআইয়ের হাতে আটক বাবা-ছেলে

জানা গিয়েছে, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন অমৃতাভ । বেশ কয়েক বছর পর তিনি ফিরে আসেন । আচমকাই দশ বছর পর জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুঘটনায় মৃত ব্যক্তির আদতে বেঁচে থাকার ঘটনা সামনে আসে । যার নাম অমৃতাভ চৌধুরী । তিনি কলকাতার বাসিন্দা । অভিযোগ, ডিএনএ-র নকল রিপোর্ট জমা দিয়ে সরকারি ক্ষতিপূরণের চার লক্ষ টাকা ও পরিবারের সদস্যদের মধ্যে একজনের সরকারি চাকরিও হাতিয়েছিলেন অভিযুক্ত । গোটা ঘটনার তদন্তে নামে সিবিআই । এরপরেই সত্য সামনে আসে ৷ এই ঘটনায় অমৃতাভ ছাড়াও আটক করা হয়েছে তার বাবা মিহিরকুমার চৌধুরীকে । তাদের সিবিআই-এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন ।

আরও পড়ুন:জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনার 10 বছর, আজও ক্ষতিপূরণ পায়নি নিখোঁজ যাত্রীদের পরিবারগুলি

2010 সালের 28 মে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছিলেন, সেই মৃতদের তালিকায় ছিল এই অমৃতাভ চৌধুরীর নামও । সরকারি নথিতে তিনি মৃত ছিলেন । কিন্তু সম্প্রতি সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফে চিঠি দিয়ে একটি অভিযোগ করা হয় যে, সরকারি খাতায় মৃত হিসেবে উল্লিখিত অমৃতাভ চৌধুরী আদতে হয়তো বেঁচে আছেন । এই ঘটনায় তদন্ত করে দেখার আবেদন আসে । এর পরেই তদন্তে নেমে গোটা ঘটনাটি পরিষ্কার হয় গোয়েন্দাদের সামনে ।

আরও পড়ুন: প্রেম জানাজানি হতেই হেনস্থা ! কাঞ্চন, তাঁর বান্ধবীর বিরুদ্ধে থানায় স্ত্রী পিঙ্কি

সিবিআই গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পারেন, ডিএনএ রিপোর্ট জমা দিয়ে সরকারি ক্ষতিপূরণ বাবদ চার লক্ষ টাকা এবং অভিযুক্তদের পরিবারের একজন সরকারি চাকরি ইতিমধ্যেই পেয়েছেন ৷ আর বর্তমানে অমৃতাভ বহাল তবিয়তে বেঁচে রয়েছেন । খবর পেয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন সিবিআই আধিকারিকরা । এরপর দুপুরে উত্তর কলকাতার জোড়াবাগান থানা এলাকা থেকে অমিতাভ চৌধুরী এবং তার বাবা মিহিরকুমার চৌধুরীকে আটক করে সিবিআই ৷ ধৃতদের নিয়ে যাওয়া হয় সিবিআই-এর দুর্নীতি দমন শাখায় ৷ নিজাম প্যালেস সূত্রে খবর, সেখানেই তাদের জিজ্ঞাসাবাদ চলছে ।

ABOUT THE AUTHOR

...view details