পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিচারাধীন বন্দীর মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

বিচারাধীন বন্দীর সংক্রান্ত মামলার দ্রুত শুনানির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । রাজ্যের সব নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয় ।

hc
ফাইল ছবি

By

Published : Sep 11, 2020, 3:46 PM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : রাজ্যের সব নিম্ন আদালতকে বিচারাধীন বন্দীর সংক্রান্ত মামলার দ্রুত শুনানির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতির ডিভিশন বেঞ্চ গতকাল জানিয়েছে, নিম্ন আদালতকে ভিডিয়ো কনফারেন্স বা আদালতে হাজির হয়ে শুনানি করতে হবে । হাইব্রিড শুনানিও হতে পারে । সুবিধা মতো মামলার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে ।


ডিভিশন বেঞ্চের নির্দেশ –

  • ম্যাজিস্ট্রেট আদালতে বা দায়রা আদালতে বিচারাধীন, দুই বছরের বেশি সময় ধরে জেলে বন্দী রয়েছেন অভিযুক্ত । সেই সংক্রান্ত মামলা শুনানি করতে হবে ।

  • ধর্ষণ, POCSO মামলা, দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযুক্তের মামলার দ্রুত শুনানি করতে হবে । যেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া থাকে সেই সমস্ত মামলার শুনানিও করতে হবে ।

  • চিট ফান্ড সংক্রান্ত মামলা, তহবিল তছরূপ সংক্রান্ত মামলা বিশেষ আদালতে বিচারাধীন । NIA অ্যাক্টে যে সব মামলা বিচারাধীন । পাশাপাশি যে মামলায় উচ্চ আদালতের দ্রুত নিষ্পত্তির নির্দেশ রয়েছে । যে সব মামলা বিচারের প্রায় শেষ পর্যায়ে রয়েছে, সেই ধরনের মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ ।

জেলা বিচারকদের নির্দেশের অনুলিপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনেরালকে ।

কল্যাণীর বাসিন্দা নির্মল মণ্ডল নামে এক ব্যক্তি প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে গ্রেপ্তার হয়েছিল 2015 সালে । সেই থেকে সে সংশোধানাগারে বন্দী । কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিল ।

বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর বলে তার জামিনের আবেদন খারিজ করে । তবে তাঁদের নির্দেশ ছিল, 2017 সালের সুপ্রিম কোর্টের নির্দেশানুযায়ী দায়রা আদালতে বিচারাধীন মামলা দু'বছরের মধ্যে নিষ্পত্তি করতে হবে । ম্যাজিস্ট্রেটের আদালতের ক্ষেত্রে সেই সময়সীমা ছয় মাস । এই মুহূর্তে দেশে আনলক পর্যায় শুরু হয়েছে । তাই এই সমস্ত মামলা ফেলে রাখা কাম্য নয় । অবিলম্বে দ্রুত মামলার নিষ্পত্তি করতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details