পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দেশের মধ্যে ফের নিরাপদতম শহরের তকমা পেল কলকাতা

2014 সালে অপরাধ নথিভুক্ত হয়েছিল 26,161টি । সেখান থেকে 2018 সালে অপরাধ 25 শতাংশ কমে দাঁড়িয়েছে 19,682 । NCRB-র 2018 সালের রিপোর্ট বলছে, সবথেকে নিরাপদ শহর কলকাতা । এই নিয়ে পরপর দু'বছর নিরাপদতম শহরের তকমা পেল তিলোত্তমা ।

Kolkata
প্রতীকি ছবি

By

Published : Jan 10, 2020, 11:11 PM IST

Updated : Jan 11, 2020, 5:51 AM IST

কলকাতা, 10 জানুয়ারি : প্রকাশিত হয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিউরোর (NCRB) 2018 সালের রিপোর্ট । নারী নির্যাতন হোক বা গার্হস্থ্য হিংসা । সবেতেই মুখ পুড়েছে রাজ্যের । পণের দায়ে সবথেকে বেশি খুন হয়েছে এ-রাজ্যে । রাজনৈতিক খুনেও বাকি সব রাজ্যকে পিছনে ফেলেছে পশ্চিমবঙ্গ । তবে সব কিছুর পরেও মান রেখেছে তিলোত্তমা । পর পর দু'বছর নিরাপদতম শহরের তকমা পেল কলকাতা । দেশের মেট্রো শহরগুলির মধ্যে 2018 সালে সবথেকে কম অপরাধ সংঘটিত হয়েছে কলকাতায় ।

NCRB প্রকাশিত রিপোর্ট অনুসারে সবথেকে কম অপরাধ নথিভুক্ত হয়েছে কলকাতায় । প্রতি লাখ মানুষ পিছু অপরাধ নথিভুক্ত হয়েছে 152.2 টি । এরপরই রয়েছে হায়দরাবাদ, পুণে ও মুম্বই । যে সমস্ত শহরগুলির জনসংখ্যা 20 লাখ বা তার বেশি, সেই শহরগুলির মধ্যে কলকাতায় সবথেকে কম অপরাধ হয়েছে ।

আরও পড়ুন : নারী নির্যাতন ও গার্হস্থ্য হিংসায় দেশে সবার উপরে পশ্চিমবঙ্গ

তবে শুধুমাত্র ভারতীয় দণ্ডবিধির নিরিখে দেখতে গেলে কলকাতাকে পিছনে ফেলেছে কোয়েম্বাতুর । প্রতি লাখ মানুষ পিছু সেখানে IPC-র ধারাগুলিতে নথিভুক্ত হয়েছে 134.4 অপরাধ । কলকাতায় সেখানে নথিভুক্ত অপরাধ 139.5 (প্রতি লাখ মানুষ পিছু) । 2016 সাল থেকেই NCRB-র রিপোর্টে টক্কর দিচ্ছে কলকাতা আর কোয়েম্বাতুর । গোটা দেশে নথিভুক্ত অপরাধের গড় 478.4 ।

গত কয়েক বছরে মহিলাদের উপর নির্যাতন ও অপরাধ রুখতে বেশ কিছু পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ । বন্ধু অ্যাপ থেকে শুরু করে মহিলাদের জন্য বিশেষ তেজস্বিনী বিভাগ । নারী সুরক্ষায় একের পর এক প্রকল্প চালু করেছে কলকাতা পুলিশ । 2014 সালে অপরাধ নথিভুক্ত হয়েছিল 26,161 । সেখান থেকে 2018 সালে অপরাধ 25 শতাংশ কমে দাঁড়িয়েছে 19,682 । কলকাতায় 2018 সালে খুনের ঘটনা নথিভুক্ত হয়েছে 55 টি, খুনের চেষ্টার ঘটনা নথিভুক্ত হয়েছে 143 টি । দিল্লিতে পরিসংখ্যানগুলি যথাক্রমে 416 ও 473 । মুম্বইতে 164 ও 280 ।

Last Updated : Jan 11, 2020, 5:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details