পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সোমবার থেকে হোয়াটসঅ্যাপ বুকিং ছাড়াই 45 ঊর্ধ্বদের টিকা দেবে কলকাতা পৌরনিগম - ফিরহাদ হাকিম

সোমবার থেকে হোয়াটসঅ্যাপে বুকিং ছাড়াই 45 ঊর্ধ্ব সবাইকে করোনার টিকা দেবে কলকাতা পৌরনিগম ৷ জানালেন ফিরহাদ হাকিম ৷

kmc-will-vaccinate-all-45-plus-people-without-any-whatsapp-booking-from-next-monday-says-firhad-hakim
সোমবার থেকে হোয়াটসঅ্যাপ বুকিং ছাড়াই 45 ঊর্ধ্বদের টিকা দেবে কলকাতা পৌরনিগম

By

Published : Jun 9, 2021, 8:10 PM IST

কলকাতা, 9 জুন: আগামী সোমবার থেকে কলকাতায় পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে 45 বছরের উপরে সবাইকে দেওয়া হবে করোনার টিকা । এ বার থেকে কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে করোনার টিকা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আগাম বুকিং করতে হবে না । 45 ঊর্ধ্বের যে কোনও ব্যক্তি পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে গেলে টিকা দিয়ে দেওয়া হবে । সকাল ন'টা থেকে বেলা 1টা পর্যন্ত পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে করোনা টিকার প্রথম ডোজের টিকা দেওয়া হবে । বেলা 1টা থেকে দুপুর 4টে পর্যন্ত সবকটি স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হবে করোনার দ্বিতীয় ডোজ । যে সেন্টারগুলোতে কোভিশিল্ড দেওয়া হচ্ছিল, সেখানে কোভিশিল্ডই দেওয়া হবে । যে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে সেখানেই কোভ্যাকসিন দেওয়া হবে । আর ষাটোর্ধ্বদের জন্য পৃথক ভাবে টিকাকরণ হবে না ।

সুপার স্প্রেডারদের টিকা দেওয়া হবে 18টি কেন্দ্র ও তিনটি মেগা সেন্টার থেকে । শুধুমাত্র হোয়াটসঅ্যাপে বুকিং করে করোনা টিকা দেওয়া হবে রক্সি সিনেমা হল, বিধান শিশু উদ্যান, সাউথ সিটি স্কুল ও ড্রাইভ-ইন ভ্যাকসিনেশনের প্রোগ্রামে কোয়েস্ট মলে । এ দিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতা করোনা টিকাকরণে দেশের মধ্যে সব থেকে এগিয়ে রয়েছে । গতকাল কিছু টিকা এসে পৌঁছেছে রাজ্যে । তবে চাহিদার থেকে অনেক কম টিকা এসেছে । শহরে আরও বেশি টিকাকরণে গতি বাড়াতে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে টিকার জন্য আবেদন করেছে কলকাতা পৌরনিগম । আগামীকাল ও পরশু হোয়াটসঅ্যাপ বুকিংয়ের মাধ্যমে করোনা টিকা দেওয়া হবে । আগামী সোমবার থেকে বুকিং ছাড়াই 45 ঊর্ধ্ব সবাইকে টিকা দেওয়া হবে ।

আরও পড়ুন :মৌলানা আজাদ কালাম বিশ্ববিদ্যালয়ের কর্মীদের টিকাকরণের ব্যবস্থা সরকারের

এ দিন পুর প্রশাসক ফিরহাদ হাকিম অভিযোগ করেন, সোশ্যাল মিডিয়াতে ভ্যাকসিন নিয়ে বিভিন্ন অবৈজ্ঞানিক পোস্ট দেখা যাচ্ছে । লেখা হচ্ছে, ভ্যাকসিন নিলে মানব শরীরের প্রজনন ক্ষমতা লোপ পাবে । সেইসঙ্গে আয়ু কমে যেতে পারে বা শরীরে বিভিন্ন রকম অসুস্থতা আসতে পারে ৷ সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অবৈজ্ঞানিক মন্তব্য করছেন অনেকেই । সোশ্যাল মিডিয়াতে এই ধরনের মন্তব্যের ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । এই বিষয়ে পুলিশের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি । সেই সঙ্গে যাঁরা এই ধরনের গুজব রটাচ্ছে, তাঁদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম ।

ABOUT THE AUTHOR

...view details