পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

জুনের দ্বিতীয় সপ্তাহে 18 ঊর্ধ্বদের টিকা, প্রস্তুতি কলকাতা পৌরনিগমের - কলকাতা পৌরনিগম

বর্তমানে কলকাতা পৌরনিগমের মোট 170টি কেন্দ্র থেকে করোনার টিকা দেওয়া হচ্ছে । আগামী দিনে এই 170 টিকাকেন্দ্র থেকেই 18 ঊর্ধ্বদের টিকা দেওয়া শুরু করার পরিকল্পনা রয়েছে পৌরনিগমের । পাশাপাশি কোভিশিল্ড ও কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় যেমন দেওয়া হচ্ছে, তেমনই চলবে ৷

KMC preparation of Vaccination of above 18 in second week of June
KMC preparation of Vaccination of above 18 in second week of June

By

Published : May 31, 2021, 10:14 PM IST

কলকাতা, 31 মে : জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে 18 ঊর্ধ্ব করোনা টিকাকরণের প্রস্তুতি শুরু কলকাতা পৌরনিগমে । এই টিকাকরণ শুরু হলে 45 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব কোনও বিভাগ থাকবে না । এমনকি সুপার স্প্রেডার বা প্রবীণদের যে আলাদা করে টিকাকরণ হচ্ছিল, তা তুলে নেওয়া হবে । সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে 18 ঊর্ধ্ব যে কোনও মানুষ কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্র গেলে করোনার টিকা পাবেন । সোমবার কলকাতা পৌরনিগমের বৈঠকে মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের উপস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসকমণ্ডলী ।

এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, আগামী সপ্তাহে রাজ্য সরকার জেলাগুলিতে অনেক ভ্যাকসিন পাঠাতে চলেছে ৷ এর ফলে 18 ঊর্ধ্ব টিকাকরণ শুরু করা যাবে । তিনি আরও জানান, সোমবার থেকে কলকাতা পৌরনিগমের 113টি স্বাস্থ্যকেন্দ্র থেকে ষাটোর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে । সচিত্র পরিচয়পত্র নিয়ে গেলে টিকা দেওয়া হবে । হোয়াটসঅ্যাপে বুকিং করার প্রয়োজন নেই । অন্যদিকে বেলা 1টা থেকে 4টে পর্যন্ত হোয়াটসঅ্যাপে বুকিং করে গেলে 45 ঊর্ধ্বদের করোনার টিকা দেওয়া হবে । কলকাতা পৌরনিগমের 41টি স্বাস্থ্যকেন্দ্র থেকে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে । দ্বিতীয় ডোজ়ের কোভ্যাকসিন দেওয়ার সংখ্যা ক্রমশ কমে আসছে ।

আরও পড়ুন: দৈনিক সংক্রমণ নেমে গেল 10 হাজারে

বর্তমানে কলকাতা পৌরনিগমের মোট 170টি কেন্দ্র থেকে করোনার টিকা দেওয়া হচ্ছে । আগামী দিনে এই 170 টিকাকেন্দ্র থেকেই 18 ঊর্ধ্বদের টিকা দেওয়া শুরু করার পরিকল্পনা রয়েছে পৌরনিগমের । পাশাপাশি কোভিশিল্ড ও কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ় যেমন দেওয়া হচ্ছে, তেমনই চলবে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details