কলকাতা, 8 ফেব্রুয়ারি :দীর্ঘদিন ধরেই জমা জল এবং নাগরিক অভিযোগে নাজেহাল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ । সেই সমস্যা মেটাতে এবার কড়া দাওয়াই দিতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ নিকাশি কাজে ফাঁকি দেওয়া নিয়ে কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তারক সিং পৌরনিগমের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, ‘‘নিকাশি বিভাগের কর্মীদের কাজে ফাঁকি দিতে দেখলে ছবি তুলে আমায় হোয়াটসঅ্যাপ করুন ৷ এতে আপনাদের লাভ, কলকাতার লাভ ৷’’ নিজের ব্যক্তিগত নম্বরও দিলেন তিনি (KMC Sewerage Department Mayors Council Tarak Singh gives his personal number) ৷
কয়েক বছর ধরেই অল্প বৃষ্টিতে ভাসছে কলকাতা । আর সেই জল জমার অভিযোগে নাজেহাল নিকাশি বিভাগ । কোষাগারের হাল খারাপ হলেও নাগরিকদের সুরাহা দিতে শহর জুড়ে পলি তোলা-সহ নানা নিকাশি কাজ শুরু করেছে কলকাতা পৌরনিগম । এর মধ্যেই নিকাশি বিভাগের মেয়র পারিষদ বলেন, ‘‘জমা জলের সমস্যার ক্ষেত্রে শুধু অভিযোগ জানালেই হবে না । নাগরিকদের কাছে অনুরোধ, নিকাশি বিভাগের কর্মীদের কাজে ফাঁকি দিতে দেখলে আমাকে সরাসরি জানান । আমি পদক্ষেপ নেব ।’’