পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Commissioner Covid Positive : করোনা আক্রান্ত কলকাতার পৌর কমিশনার এবং মেয়রের ওএসডি

করোনা আক্রান্ত হলেন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার (KMC Commissioner Vinod Kumar Covid Positive) । কোভিড পজিটিভ ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) কালীচরণ বন্দ্যোপাধ্যায় ৷ পৌরভবন স্যানিটাইজ না করার অভিযোগ উঠেছে ৷

KMC Commissioner Vinod Kumar Covid Positive
KMC Commissioner Vinod Kumar Covid Positive

By

Published : Jan 3, 2022, 4:26 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : এবার করোনা আক্রান্ত হলেন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার (KMC Commissioner Vinod Kumar Covid Positive) । সেইসঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং 32নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুও করোনা পজিটিভ ৷

সম্প্রতি মেয়রের শপথগ্রহণ অনুষ্ঠান থেকে ফেরার পর করোনা পজিটিভ হয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ৷ বরো চেয়ারম্যান সাধনা বসু এবং করোনা আক্রান্ত হয়েছিলেন কলকাতা পৌরনিগমের বেশ কয়জন কর্মী ৷ এই পরিস্থিতিতে রাজ্যের করোনা গ্রাফ ক্রমশ চড়ছে ৷ কলকাতা সেই তালিকায় শীর্ষে । সেই করোনা থাবা থেকে বাদ পড়লেন না কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার এবং মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Local Train Service : দূরত্ববিধি শিকেয় তুলে রোজের মতোই চেনা ছবি হাওড়া-শিয়ালদায়

করোনার উপসর্গ দেখা দেওয়ায় কয়েকদিন ধরেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন কলকাতার পৌর কমিশনার বিনোদ কুমার (KMC Commissioner Covid Positive) ৷ করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ৷ অন্যদিকে, মেয়েরের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় সপরিবারে আক্রান্ত হয়েছেন করোনায় ৷ তিনিও বাড়িতে আইসোলেশনে আছেন ৷ 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু করোনায় আক্রান্ত হয়েছেন ৷ একাধিক পৌরকর্মী ও আধিকারিকরা আক্রান্ত হলেও, গোটা পৌরভবন জীবাণুমুক্ত করার বিষয় তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ৷ একইভাবে কন্টেনমেন্ট জোন করার ঘোষণা থাকলেও সেখানে ব্যারিকেড দেওয়া বা বাড়তি কোনও তৎপরতা নজরে আসেনি সেই ভাবে ৷

ABOUT THE AUTHOR

...view details