কলকাতা, 13 সেপ্টেম্বর : টালিনালার সংস্কারে (Tolly Nullah Reform) বাধা হয়ে দাঁড়িয়েছে সদরঘাট ও সতীঘাটের সংযোগকারী সেতু ৷ আর সেই সেতুটি না ভেঙে কীভাবে বিকল্প ব্যবস্থার মাধ্যমে টালিনালা বা আদিগঙ্গার সংস্কার করা যায় (Alternative Idea to Reform Tolly Nullah), তাই নিয়েই এ দিন কলকাতা পৌরনিগমে বৈঠক করলেন মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ যে বৈঠকে উপস্থিত ছিল পৌরনিগমের নিকাশি বিভাগ এবং কেএমডিএ-র আধিকারিকরা ৷ যে বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেতুটিকে না ভেঙে সেখানে পাম্পিং স্টেশন বা ছোট বাঁধ তৈরি করার ৷ যাতে এলাকার জল জমার সমস্যারও সমাধান হবে ৷
প্রসঙ্গত, জাতীয় পরিবেশ আদালতের বিশেষজ্ঞ দল এই সেতুটির পরিদর্শন করে ৷ পরিদর্শক দলের তরফে পৌরনিগমকে পরামর্শ দেওয়া হয়েছিল, সেতুটি ভেঙে ফেলার ৷ এতে আদিগঙ্গার সংস্কারে সুবিধা হবে বলে জানানো হয়েছিল পরিবেশ আদালতের পরিদর্শক দলের তরফে ৷ কারণ, আদিগঙ্গার সংস্কারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ পলি তোলা ৷ কিন্তু, সেতুটি নিচু হওয়ার কারণে ওই অংশের পলি তোলা যাচ্ছে না ৷ এমনকি নিচু হওয়ার কারণে জোয়ারের সময় সেতুটি ডুবে যায় ৷ ফলে আদিগঙ্গার দু’পারে জলও জমে যায় ৷ ফলে সেতুটি ভেঙে ফেলার পরামর্শ দেওয়া হয়েছিল ৷