পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পাঠ্যবই থেকে ঘুচতে চলেছে ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা ? - Terrorist Khudiram Bose in Textbooks

সূত্রে জানা গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই রিপোর্ট জমা করা হতে পারে । রিপোর্ট পেশের পর আগামী শিক্ষাবর্ষ থেকে ‌ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা ঘুচবে কি না তা নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে

ঘুচতে চলেছে ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা

By

Published : Nov 20, 2019, 9:48 PM IST

কলকাতা, 20 নভেম্বর : পাঠ্যবই থেকে সম্ভবত ঘুচতে চলেছে ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে সিলেবাস রিভিশন কমিটি এমন সুপারিশ করতে চলেছে বলে সূত্রের খবর ৷ 'সন্ত্রাসবাদী'-র বদলে 'বিপ্লবী কার্যকলাপ' শব্দবন্ধ রাখার প্রস্তাব দিতে চলেছে কমিটি ৷

বিতর্ক ছড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির 'অতীত ও ঐতিহ্য' নামক পাঠ্যবইয়ে 'বিপ্লবী সন্ত্রাসবাদ' অধ্যায়টি নিয়ে ৷ ওই অধ্যায়ে নাম ছিল ক্ষুদিরাম বসুরও ৷ 'বিপ্লবী সন্ত্রাসবাদ' অধ্যায়ে ক্ষুদিরাম বসুর নাম থাকায় সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল গোটা রাজ্যে ৷ বিধানসভাতেও এই ইশুতে সরব হয়েছিল বামফ্রন্ট ও কংগ্রেস । এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বিষয়টি খতিয়ে দেখার জন্য তৈরি করা হয় সিলেবাস রিভিশন কমিটি । ইতিহাসবিদ জীবন মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই কমিটি একাধিকবার বৈঠক করে । শেষ বৈঠকটি হয় নভেম্বরের‌ প্রথম সপ্তাহে । সূত্রের খবর, ওই বৈঠকে সন্ত্রাসবাদী শব্দটি বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছেন কমিটির সকলেই । সন্ত্রাসবাদীর বদলে বিপ্লবী কার্যকলাপ শব্দবন্ধ ব্যবহার করার প্রস্তাব রাখা হয়েছে বৈঠকে ।

এটিই সেই বিতর্কিত অধ্যায়

বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি জীবন মুখোপাধ্যায় । তিনি বলেন, "আমার জানা নেই । একটা রিপোর্ট আমরা শীঘ্রই জমা দেব । সব লেখালেখি হয়ে গেছে । সিল বন্ধ খামে ভরে আমরা সেই রিপোর্ট জমা দেব । ওর মধ্যে যা আছে, আছে । আমি কোনো কথাই বলব না এর সম্পর্কে । এগুলো গোপন রিপোর্ট ।"

সূত্রে জানা গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই রিপোর্ট জমা করা হতে পারে । রিপোর্ট পেশের পর আগামী শিক্ষাবর্ষ থেকে ‌ক্ষুদিরাম বসুর সন্ত্রাসবাদী তকমা ঘুচবে কি না তা নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।

ABOUT THE AUTHOR

...view details