কলকাতা, 8 সেপ্টেম্বর: ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু (Dengue Death in Kolkata)। কসবা এলাকায় এক তরুণীর মৃত্যু় হল ডেঙ্গিতে (Kasba Girl dies)। কসবা এলাকার কায়স্থ পাড়ার বাসিন্দা তিনি । তাঁর মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । এই নিয়ে শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল 3 জনের ৷
দিনের পর দিন ভয়াবহতা রূপ নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি । কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলা গুলিতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে । ইতিমধ্যে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের । আর এরই মধ্যে গত সোমবার শহরের কসবা এলাকার মৌমিতা মুখোপাধ্যায় নামে এক তরুণী ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন । চিকিৎসার পর সুস্থ হয়ে উঠছিলেন তিনি । তবে আচমকাই তাঁর প্লেটলেটের সংখ্যা 30 হাজারেরও নিচে নেমে যায় । এরপর বুধবার রাতে কার্ডিয়াক আরেস্ট হয় ওই তরুণীর । দীর্ঘ চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি ৷ মৃত্যুর কোলে ঢলে পড়ে তরুণী (Dengue in Kolkata )।
তবে হাসপাতাল সূত্রের খবর, শুধু ডেঙ্গি নয়, ওই তরুণীর শরীরে বিভিন্ন রকমের সমস্যা ছিল ৷ তিনি ইউরিনাল ইনফেকশনেও ভুগছিলেন । ফলে তাঁর শারীরিক অবস্থা ক্রমেই জটিল হয়ে ওঠে ৷