পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dengue Death in Kolkata: কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত আরও এক - ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

কলকাতায় ডেঙ্গি (Dengue Death in Kolkata) আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও একজনের ৷ কসবা এলাকার কায়স্থ পাড়ার বাসিন্দা এক তরুণীর মৃত্যু় হল ডেঙ্গিতে (Kasba Girl dies)।

kasba-girl-dies-another-dengue-death-in-kolkata
কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত আরও এক

By

Published : Sep 8, 2022, 7:14 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু (Dengue Death in Kolkata)। কসবা এলাকায় এক তরুণীর মৃত্যু় হল ডেঙ্গিতে (Kasba Girl dies)। কসবা এলাকার কায়স্থ পাড়ার বাসিন্দা তিনি । তাঁর মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । এই নিয়ে শহরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল 3 জনের ৷

দিনের পর দিন ভয়াবহতা রূপ নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি । কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলা গুলিতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে । ইতিমধ্যে মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের । আর এরই মধ্যে গত সোমবার শহরের কসবা এলাকার মৌমিতা মুখোপাধ্যায় নামে এক তরুণী ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন । চিকিৎসার পর সুস্থ হয়ে উঠছিলেন তিনি । তবে আচমকাই তাঁর প্লেটলেটের সংখ্যা 30 হাজারেরও নিচে নেমে যায় । এরপর বুধবার রাতে কার্ডিয়াক আরেস্ট হয় ওই তরুণীর । দীর্ঘ চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি ৷ মৃত্যুর কোলে ঢলে পড়ে তরুণী (Dengue in Kolkata )।

তবে হাসপাতাল সূত্রের খবর, শুধু ডেঙ্গি নয়, ওই তরুণীর শরীরে বিভিন্ন রকমের সমস্যা ছিল ৷ তিনি ইউরিনাল ইনফেকশনেও ভুগছিলেন । ফলে তাঁর শারীরিক অবস্থা ক্রমেই জটিল হয়ে ওঠে ৷

আরও পড়ুন:রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ, জেলাগুলিকে সতর্কবার্তা নবান্নর

ডেঙ্গির জেরে বৈঠক হয়েছে স্বাস্থ্যদফতর, পৌরসভা ও নবান্নে । সব জায়গা থেকে বারবার একই কথা বলা হচ্ছে, কোথাও যেন জমা জল না থাকে । পাশাপাশি বলা হচ্ছে, যদি কেউ জ্বরে আক্রান্ত হন, তাহলে শীঘ্রই চিকিৎসক বা নিকটবর্তী হাসপাতালের পরামর্শ নেওয়া উচিত । তবে এত কিছুর পরেও রাজ্যে একের পর এক ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলছে ।

ডেঙ্গি মৃত্যু নিয়ে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেন, তাঁর কাছে এই বিষয়ে খবর নেই । তবে তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন । ফিরহাদ হাকিম আরও বলেন, 106 নম্বর ওয়ার্ডে খাল থাকায় সেই জায়গায় ডেঙ্গিতে আক্রান্তের ঘটনা একটু বেশি রয়েছে । সবাইকে সচেতন হতে হবে । অনেক জায়গায় পারিবারিক বিবাদের জেরে অনেক বাড়ি বন্ধ পড়ে আছে । যার ফলে সেই সব বাড়িতে জল জমার কারণে ডেঙ্গি ও ম্যালেরিয়া হচ্ছে বলে জানান মেয়র ।

ABOUT THE AUTHOR

...view details