পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

''মোদিবিরোধী নই, আমি সংবিধানের রক্ষক'' বললেন কানহাইয়া - আজাদি স্লোগান

কলকাতায় এসেছিলেন বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমার ৷ সল্টলেকে বামপন্থী ছাত্র সংগঠন AISF দ্বারা আয়োজিত একটি সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  তিনি ৷ মোদি বিরোধী ইমেজ ও আজাদির স্লোগান নিয়ে ব্যাখ্যা দেন তিনি ৷

kanhaiya kumar
বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমার

By

Published : Jan 24, 2020, 9:04 AM IST

Updated : Jan 24, 2020, 9:11 AM IST

কলকাতা, 24 জানুয়ারি: কলকাতা এসেছিলেন বাম নেতা কানহাইয়া কুমার ৷ সল্টলেকে বামপন্থী ছাত্র সংগঠন AISF দ্বারা আয়োজিত একটি সেমিনারে প্রধান বক্তা হিসেবে গতকাল উপস্থিত ছিলেন তিনি।

গতকালের সেমিনারে তিনি আজাদির পক্ষে কেন স্লোগান দেন তা ব্যাখ্যা করেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনাও করেন । তার মোদিবিরোধী ইমেজ থাকলেও তিনি নিজেকে মোদিবিরোধী আখ্যা দিতে নারাজ । তার বক্তব্য, তিনি মোদিবিরোধী নন বরং তিনি সংবিধানের রক্ষক । সংবিধানের পক্ষে সওয়াল করতে গিয়ে অনেক সময় মোদির সঙ্গে তাঁর সংঘাত তৈরি হয়, সেটাই তার মোদিবিরোধী ইমেজ তৈরী করেছে ।

তিনি বারংবার আজাদির স্লোগান দেন ৷ সেই নিয়ে বিতর্কও তৈরি হয় । সেই প্রসঙ্গে তিনি বলেন, ''সংবাদমাধ্যমে আজাদির স্লোগানের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ একটি আজাদ দেশে আজাদির স্লোগান উঠবে এটাই বাস্তবিক ঘটনা । আজাদ দেশে আমরা আজাদির স্লোগান তুলব না, তো কি গোলামির স্লোগান তুলব? দেশ আজাদ হলেও এখনও অনেক কিছু থেকেই আজাদি মেলেনি । সেই কারণে সেইসব বিষয় নিয়েই আমরা বারে বারে আজাদির শ্লোগান তুলি ৷ যখনই দেশে আজাদির উপর হামলা হবে, আমরা আজাদির স্লোগান দেব, তার জন্য যতবার ইচ্ছে জেলে পুরতে পারেন৷ '' দর্শকদের উদ্দেশেও তিনি প্রশ্ন করেন যে, তাঁদের আজাদি পছন্দ নাকি গোলামি?

কানহাইয়া কুমার বক্তব্য রাখছেন

নিজেকে সংবিধানের রক্ষক বলেই মনে করেন কানহাইয়া ৷ তিনি বলেন, ''আমি সংবিধানের পক্ষ নিয়ে কথা বলি, মোদির বিপক্ষে না । কিন্তু অনেক সময় মোদি এমন বহু কাজ করেন যা সংবিধানবিরোধী । তাঁর এইসব সিদ্ধান্ত ও পদক্ষেপের জন্যই তার সঙ্গে আমার সংঘাত তৈরি হয় । যেই ব্যক্তি সংবিধানের বিপক্ষে যাবেন, তাঁর বিরুদ্ধেই আমি কথা বলব । দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সংবিধানের রক্ষক হওয়া উচিত ছিল । উলটে মাঝেমধ্যেই তিনি সংবিধানের নীতি-আদর্শ বিরোধী অনেক কাজই করে বসছেন । তাই তাঁর বিরুদ্ধে কথা বলতে হয় ৷''

সরকার ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : কানহাইয়া কুমার

Last Updated : Jan 24, 2020, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details