পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jyotiraditya Slams WB Govt : নতুন এয়ারপোর্ট চান না মুখ্যমন্ত্রী, রাজ্যে এসে তোপ জ্যোতিরাদিত্যর

আইসিসিআরে বাজেট পর্যালোচনা বৈঠকে এসেছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ সেখানেই জানালেন, রাজ্য সরকার সহযোগিতা করছে না ৷ ফলে আটকে রয়েছে একাধিক বিমানবন্দর তৈরি ও সংস্কারের কাজ (Jyotiraditya Scindia Slams WB Govt)।

Jyotiraditya Scindia
কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

By

Published : Feb 6, 2022, 10:57 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি :রাজ্য সরকার জমি না দেওয়ায় আটকে রয়েছে একাধিক বিমানবন্দর তৈরি ও সংস্কারের কাজ । কেন্দ্রের সঙ্গে রাজ্য যদি হাত মিলিয়ে কাজ না করে, তাহলে উন্নয়ন করা সম্ভব নয় ৷ বাজেট পর্যালোচনা বৈঠকে এসে তৃণমূল সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia Slams WB Govt) ।

কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে অসামরিক বিমান পরিবহন যেকোনও দেশ বা রাজ্যের ক্ষেত্রে উন্নয়নের অন্যতম অঙ্গ । আমাদের চিন্তা-ভাবনা বাংলার উন্নয়নের জন্য সবসময় রয়েছে । আমাদের প্রথম লক্ষ্য কলকাতায় আরও একটা বিমানবন্দর তৈরি করা । কলকাতা বিমানবন্দর এই মুহূর্তে সবচেয়ে বেশি কর্মক্ষমতা নিয়ে চলছে । আরেকটা নতুন জায়গার জন্য রাজ্য সরকারকে বহু বছর ধরে চিঠি পাঠাচ্ছি । আলোচনা চললেও কোনও সদর্থক পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে । যতক্ষণ পর্যন্ত না জমি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে দেওয়া যাবে, ততদিন পর্যন্ত এয়ারপোর্ট কীভাবে তৈরি হবে ?’’

সংস্কারের কাজ শুরু হবে কলকাতা এয়ারপোর্টেও ৷ তিনি বলেন, ‘‘আমরা এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্টের জন্য 700 কোটি টাকা বিনিয়োগ করছি । 300 কোটি টাকা দিয়ে টেকনিক্যাল এবং কন্ট্রোল টাওয়ার তৈরি হচ্ছে । মেট্রোরেল টার্মিনাল বিল্ডিং এর সঙ্গে যুক্ত করার জন্য 110 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে । আমাদের আশা, কলকাতার দু'লক্ষ স্কোয়ার বর্গমিটারের এয়ারপোর্ট প্রয়োজন । আমরা সাড়ে তিন কোটি লোকের যাতায়াতের জন্য এই বিমানবন্দর তৈরি করতে চাইছি । বর্তমানে 8500 যাত্রী ক্যাপাসিটি রয়েছে । আমরা চাইছি সেটা বেড়ে 10 -11হাজার মানুষের যাতায়াতের টার্মিনাস তৈরি করা হোক । এটা তখনই সম্ভব যখন রাজ্য সরকার সহযোগিতা করবে ।’’

আরও পড়ুন : New Airport Near Kolkata : কলকাতার কাছেই জমি খুঁজছে রাজ্য, ভাঙরে হতে পারে নয়া বিমানবন্দর !

রাজ্যের বেশকিছু জায়গায় নতুন এয়ারপোর্ট তৈরির কথাও চলছে ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘একই পরিস্থিতি আমাদের বাকি এয়ারপোর্টগুলোর । বাগডোগরার কাছে জমি অধিগ্রহণ এখনও পর্যন্ত হয়নি । ফাইল পড়ে রয়েছে । একই অবস্থা হাসিমারা এয়ারপোর্ট এবং কলাইকুন্ডা এয়ারপোর্টেরও । যখন রাজ্য সরকার কাজ করতে ইচ্ছুক নয়, তখন কেন্দ্রীয় সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কী করতে পারে ? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি এগিয়ে আসুন ।’’

ABOUT THE AUTHOR

...view details