পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"গণতন্ত্র পড়ে আছে ফুটপাথে" ; বনগাঁ পৌরসভা মামলায় মন্তব্য বিচারপতির

আইনজীবীদের জন্য নয়, সাধারণ মানুষকে বিচার পাইয়ে দিতে বসে রয়েছি ; বলেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ৷

সমাপ্তি চট্টোপাধ্যায়

By

Published : Jul 30, 2019, 8:25 AM IST

Updated : Jul 30, 2019, 8:37 AM IST

কলকাতা, 30 জুলাই : বনগাঁ পৌরসভার বর্তমান পরিস্থিতিতে ক্ষুব্ধ বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ৷ গতকাল মামলার শুনানির সময় তিনি বলেন, গণতন্ত্র পড়ে আছে ফুটপাথে আর এখানে দিনের পর দিন ধরে শুনানি চলবে মামলার? বনগাঁ পৌরসভার বর্তমান পরিস্থিতি বোঝাতে এই মন্তব্য করেন তিনি ৷ আগামীকালের (বুধবার) মধ্যেই নিষ্পত্তি করে দিতে চান মামলার ৷

গতকাল মামলার শুনানির সময় রাজ্যের তরফে আইনজীবী বলেন, রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল (AG) কিশোর দত্ত মঙ্গলবার থাকছেন না ৷ তার জন্য মামলাটির শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানান তিনি ৷ তখন বিচারপতি বলেন, "আমি আইনজীবীদের জন্য বসে নেই । আমি সাধারণ মানুষকে বিচার পাইয়ে দেওয়ার জন্য আছি । AG-র বক্তব্যের দরকার নেই ।" পরে অবশ্য বিচারপতি জানান, বনগাঁ পৌরসভার মামলা বুধবারের মধ্যে রায়দান করে নিষ্পত্তি করে দেবেন তিনি । তিনি আরও বলেন, "এই এজলাসে দিনে 100টা করে মামলার নিষ্পত্তি হয় । সব বন্ধ করে আমি এমনই এই মামলা নিয়ে পড়ে আছি?"

বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের অনাস্থা সংক্রান্ত মামলার শুনানিতে গতকাল তৃণমূল সমর্থিত কাউন্সিলরদের তরফে আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত বলেন, "আবেদনকারী কাউন্সিলরদের তরফে বার বার বলা হচ্ছে পুলিশ তাঁদের আটকেছিল । কিন্ত তাঁদের এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণপত্র আছে? যদি না দেখাতে পারেন তাহলে এই মামলা খারিজ করে দেওয়া উচিত । " তখন বিচারপতি বলেন, "যেহেতু দুটি পক্ষ সেখানে হাজির ছিল তাই ঝামেলা হতেই পারে । পুলিশের উচিত ছিল শান্তিশৃঙ্খলা রক্ষা করা ।"

পাশাপাশি ওইদিন চেয়ারম্যান ও তাঁর সমর্থনকারী কাউন্সিলররা আরও সময় অপেক্ষা না করে কেন তড়িঘড়ি চলে গেল সেই প্রশ্নও তোলেন তিনি । এবং প্রত্যেক কাউন্সিলরের কাছ থেকে আলাদা আলাদা হলফনামা নিয়ে তাঁদের বক্তব্য তিনি শুনবেন বলে জানান । সঙ্গে সঙ্গে পার্থসারথি সেনগুপ্ত বলেন, "হলফনামা আইনত কোনও প্রমাণপত্র নয় । "

অন্যদিকে BJP কাউন্সিলরদের তরফে গতকাল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন । তিনি বলেন, "অনাস্থা প্রস্তাব ডাকা থেকে শুরু করে পুরো প্রক্রিয়া নিয়ে যা হয়েছে তা আমরা কাগজে, TV-তে দেখেছি । সবটাই নিশ্চয় বানানো নয় ৷ পুরো ঘটনা থেকেই যা বোঝা যাচ্ছে তাতে স্পষ্ট যে গলদ রয়েছে । আর কোর্টের কাজ হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা । কোর্ট বরং SDO বা SP-র তত্ত্বাবধানে কিছু করুক ।"

বুধবার সকালে রাজ্যের AG কিশোর দত্ত তাঁর বক্তব্য জানাবেন । তারপরই এই মামলার রায়দান হতে পারে ।

Last Updated : Jul 30, 2019, 8:37 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details