কলকাতা 9 অক্টোবর : কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন প্রকাশ শ্রীবাস্তব ৷ মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নাম চলতি মাসেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। তাতেই শনিবার সম্মতি জানান ভারতের রাষ্ট্রপতি ৷ সাংবিধানিক রীতি মেনেই তাঁকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এক প্রেস বিজ্ঞপ্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে জানানো হয়।
পাশাপাশি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালকে এদিন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি ৷ মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের জন্ম 1961 সালে ৷ 1987 সালে তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন ৷ 2008 সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন ৷ 2010 সালে স্থায়ী বিচারপতি হন মধ্যপ্রদেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্ট ছাড়াও এদিন দেশের আরও সাতটি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগে সিলমোহর দেন রাষ্ট্রপতি ৷