কলকাতা, 29 সেপ্টেম্বর : গ্রুপ-ডি নিয়োগ সংক্রান্ত একটি মামলায় (SSC Recruitment Scam) এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু বিস্ফোরক মন্তব্য করলেন । গতকাল, বুধবার সিবিআইয়ের (CBI) দেওয়া রিপোর্টকে হিমশৈলের চূড়ামাত্র বলে উল্লেখ করলেন এই বিচারপতি । পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhihjit Ganguly) সমর্থন জানালেন তিনি । এমনকী, পুরো নিয়োগ প্যানেল বাতিলের হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু । ফলে গ্রুপ ডি নিয়োগ মামলায় আরও অস্বস্তিতে পড়ল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) ৷
বৃহস্পতিবার শুনানিতে গ্রুপ ডি নিয়োগ মামলায় সঞ্জীব মাইতি-সহ 50 জনকে নিয়ে সিবিআইকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন তিনি ৷ শুনানিতে তাঁর মন্তব্য, ‘‘হিমশৈলের চূড়ামাত্র, গোটা হিমশৈল জলের নিচে আছে । গতকালের সিবিআইয়ের পেশ করা রিপোর্টের নির্যাস দেখে এমনই মনে হচ্ছে ।’’ এখানেই না থেমে তিনি এই পরিসংখ্যানকে ভয়ঙ্কর বলেও ব্যাখ্যা করেন ৷
তিনি আরও বলেন, ‘‘এরা শিক্ষক, এরা সমাজ গড়ে, এরা অন্য কোনও পেশায় নেই । ভবিষ্যতে ছাত্ররা শিক্ষকদের দিকে আঙুল তুলবে, জিজ্ঞাসা করবে এমন শিক্ষকদের যোগ্যতা কী ?’’ এর পর বিচারপতি বিশ্বজিৎ বসুর গলায় আক্ষেপ শোনা যায় ৷ তিনি মন্তব্য করেন, ‘‘আমি জানি না এর শেষ কোথায় ।’’
তার পরই তিনি কড়া নির্দেশ দেন ৷ বলেন, ‘‘আগে আবর্জনা পরিষ্কার করুন ।’’ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘‘গোটা প্যানেল খারিজ করা উচিত । সরকারি নিয়োগ প্রক্রিয়ায় অবৈধ ভাবে নিযুক্ত ব্যক্তিরা যাতে ভবিষ্যতে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করা উচিত । দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে ।’’