কলকাতা, 29 জুন: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) মামলায় সব পক্ষের বক্তব্য না শুনেই সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন । আইনের পথে চলার থেকে বেশি লোকের হাততালি কুড়োতে রোজ গ্যালারি শো করছেন ৷ এসব বলে সংবাদমাধ্যমে ক্ষোভপ্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ(Arunava Ghosh)।
সেই বক্তব্যের বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত সপ্তাহে একটি মামলার শুনানির সময় ক্ষোভপ্রকাশ করেন । আর এই 'মান-অভিমান' নিয়ে বুধবার সরাসরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসে তাঁর সঙ্গে কথা বললেন অরুণাভ ঘোষ । দুপক্ষের মধ্যে একে-অপরের বিরুদ্ধে বাক্য বিনিময় আপাতত বন্ধ রাখার ইঙ্গিত এ দিন পাওয়া গেল এজলাসে । সকালে অরুণাভ ঘোষকে একবার এজলাসে আসার অনুরোধ করেন স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
দুজনের কথোপকথন এই রকম -
- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়: অরুণাভ দা আসুন আপনি কি রাগ করেছেন ! আমার আপনার ওপর কোনও ক্ষোভ নেই ।
- অরুণাভ ঘোষ: আমি বিচারপতিদের সতর্ক করি মাত্র । কারণ অনেক আইনজীবী তো তাঁদের মক্কেলদের বাঁচাতে চান । তাই বলি । আপনার ওপর আমার ভালোবাসা আছে ।
- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়: আমি জানি আপনি আমায় ভালবাসেন । আমাদের মধ্যে যা হয়েছে তা আমি ভুলে যেতে চাই । আপনি ভালো মানুষ আপনি বারের একজন প্রবীণ আইনজীবী । আমি এটা জানি যে আপনি সোজা কথা বলতে ভালোবাসেন । আমাদের মধ্যে কী হয়েছে তা কিন্তু আমি আজ থেকে ভুলে গেলাম । আমি কখনও কখনও একটু বেশি কথা বলে ফেলি । আপনি কিছু মনে করবেন না । আজ থেকে আমি আপনার কাছে সেই আগের অভিজিৎ হয়ে রইলাম ।
- অরুণাভ ঘোষ: আমার এখন মাঝে মাঝে রাতে ঘুম হয় না তাই তার জন্য ওষুধও খাই ।
- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়: আমার বিরুদ্ধে যদি আপনার কোনও ক্ষোভ থেকে থাকে সরাসরি এজলাসে এসে আপনি আমাকে বলবেন । আমি মন দিয়ে আপনার কথা শুনব । আপনি এলেন আমার খুব ভালো লাগল । আপনার আমার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তার অবসান হওয়ার প্রয়োজন ছিল । আপনি আর আমার উপর রাগ করবেন না । আগে কী হয়েছিল তা ভুলে যান । আমি মনে করি গ্রহ চক্রে এইসব ঘটনা ঘটেছিল । আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ।