কলকাতা, 5 এপ্রিল : পশ্চিমবঙ্গে আসছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda) ৷ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) স্বয়ং এই খবর দিয়েছেন মঙ্গলবার ৷ তিনি জানিয়েছেন, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতেই এখানে আসবেন জেপি নাড্ডা (JP Nadda will be present in BJP Meeting at Kolkata) ৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের সময় চেয়ে বঙ্গ বিজেপির তরফে আবেদনও করা হয়েছে ৷
কিন্তু বিজেপির এই বৈঠক কবে হতে চলেছে, তা এখনও চূড়ান্ত নয় ৷ তবে জানা গিয়েছে যে ওই বৈঠক মে মাসে হতে পারে ৷ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার অবশ্য বলছেন যে এখনও তারিখ চূড়ান্ত হয়নি ৷ বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ওই বৈঠকে দলের জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও উপস্থিত থাকবেন ৷
রাজ্যের কর্মসমিতির বৈঠকে সাধারণত রাজ্যের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় ৷ সেখানে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি বলতে কেন্দ্রীয় পর্যবেক্ষক, বড়জোড় জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) উপস্থিত থাকেন ৷ বৈঠকের নির্যাস পরে জাতীয় সভাপতি ও শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয় ৷
স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, বঙ্গের সংগঠনের কর্মসমিতির বৈঠকে হঠাৎ জাতীয় সভাপতি নাড্ডা আসছেন কেন ? বিজেপির ওই সূত্রের দাবি, 2014 সালের পর থেকেই বঙ্গে বিজেপির সংগঠন মজবুত হতে শুরু করেছে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের ফলে তা স্পষ্ট হয়েছিল ৷ কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি গেরুয়া শিবির ৷ বরং তার পর সময় যত এগিয়েছে, ততই গোষ্ঠীকোন্দল সামনে চলে এসেছে বারবার ৷