পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ফের প্রশ্নের মুখে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, হাইকোর্টে রুজু মামলা - অস্বচ্ছতা

গত 16 ফেব্রুয়ারি 16 হাজার 500টি পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ । এই তালিকায় অসংখ্য অসঙ্গতি রয়েছে বলে দাবি চাকরিপ্রার্থীদের ৷ এ বিষয়ে অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মামলা করলেন তাঁরা ৷

wb_kol_03_primary -2014- recruitment- again- challenge in high court_10003
ফের প্রশ্নের মুখে প্রাথমিকে শিক্ষক নিয়োগ, হাইকোর্টে রুজু মামলা

By

Published : Feb 18, 2021, 5:13 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : ফের প্রশ্নের মুখে রাজ্যের 16 হাজার 500টি পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ৷ কলকাতা হাইকোর্টে দায়ের একাধিক মামলা। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ এবং নিয়ম না মানার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। কয়েকশো চাকরিপ্রার্থী মামলা করেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।

মামলাকারীদের অভিযোগ, মেধাতালিকা প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া চলছে। সরস্বতী পুজো উপলক্ষে দু’টি ছুটির দিনে প্রাথমিক শিক্ষা সংসদ সাতটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নিয়োগের এক-একটি ধাপ শেষ করে ফেলেছেন নিয়োগকর্তারা। অস্বচ্ছতার এমন অনেক উদাহরণ আছে বলেই দাবি মামলাকারীদের আইনজীবীদের ৷

মামলাকারী অনামিকা মণ্ডলের আইনজীবী ফিরদৌস শামিম জানান, তাঁদের প্রধান দু’টি অভিযোগই হল মেধাতালিকায় অস্বচ্ছতা এবং নিয়োগে বেনিয়ম ৷ তাছাড়া, 2014 সালের প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ না করেই নিয়োগ শুরু করে দেওয়া হয় ৷

আরও পড়ুন:মইদুলের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মামলা হাইকোর্টে

গত 16 ফেব্রুয়ারি 16 হাজার 500টি পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ । এর আগে গত 23 ডিসেম্বর 16 হাজার 500টি শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত যাঁদের প্রশিক্ষণ রয়েছে, তাঁরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল পর্ষদ।

গত জানুয়ারি মাসে সাতদিন ধরে এই শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ নেওয়া হয় । তবে কিছু পদের মেধাতালিকা এখনও প্রকাশ করা হয়নি । সব শূন্য পদে মেধাতালিকা প্রকাশ করা হয়নি কেন, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ। তারপরই বৃহস্পতিবার ওই তালিকায় একাধিক অসঙ্গতি রয়েছে দাবি করে দায়ের হল মামলা।

ABOUT THE AUTHOR

...view details