কলকাতা, 18 ফেব্রুয়ারি : ফের প্রশ্নের মুখে রাজ্যের 16 হাজার 500টি পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ৷ কলকাতা হাইকোর্টে দায়ের একাধিক মামলা। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ এবং নিয়ম না মানার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। কয়েকশো চাকরিপ্রার্থী মামলা করেছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।
মামলাকারীদের অভিযোগ, মেধাতালিকা প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া চলছে। সরস্বতী পুজো উপলক্ষে দু’টি ছুটির দিনে প্রাথমিক শিক্ষা সংসদ সাতটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নিয়োগের এক-একটি ধাপ শেষ করে ফেলেছেন নিয়োগকর্তারা। অস্বচ্ছতার এমন অনেক উদাহরণ আছে বলেই দাবি মামলাকারীদের আইনজীবীদের ৷
মামলাকারী অনামিকা মণ্ডলের আইনজীবী ফিরদৌস শামিম জানান, তাঁদের প্রধান দু’টি অভিযোগই হল মেধাতালিকায় অস্বচ্ছতা এবং নিয়োগে বেনিয়ম ৷ তাছাড়া, 2014 সালের প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ না করেই নিয়োগ শুরু করে দেওয়া হয় ৷