কলকাতা, 5 অগস্ট: একদিকে স্বাধীনতার 75 বছর (Independence Day 2022), অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষপূর্তি । এই দুটি বিষয়কে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ বছর থেকে শুরু করছেন এক অনন্য ভাবনা । নবম থেকে দ্বাদশ শ্রেণির ছেলে ও মেয়ে উভয় পড়ুয়াদের নিয়েই তৈরি হচ্ছে 'জয় হিন্দ বাহিনী' (Jai Hind Bahini)। এ বছর নেতাজির জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাহিনী তৈরির কথা ঘোষণা করেছিলেন, যা আত্মপ্রকাশ করছে স্বাধীনতা দিবসে ।
প্রতিটি স্কুলে বাধ্যতামূলক ভাবে গড়ে তোলা হবে এই 'জয় হিন্দ বাহিনী'। তবে প্রাথমিক ভাবে চারটি ব্যাটেলিয়ান তৈরি করা হচ্ছে চলতি বছরের জন্য । ব্যারাকপুর ব্যাটালিয়ান, কলকাতা ব্যাটালিয়ান, জঙ্গলমহল ব্যাটালিয়ান এবং উত্তরবঙ্গ ব্যাটালিয়ন - এই চারটি ব্যাটালিয়ান আপাতত তৈরি করা হচ্ছে 'জয় হিন্দ বাহিনী'র জন্য । আজাদ হিন্দ ফৌজের যে পোশাক ছিল, আপাতত সেই পোশাকই ব্যবহার করার কথা ভাবা হয়েছে । এই বাহিনীর লোগো তৈরি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷