পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

যাদবপুর ক্যাম্পাসে বসতে পারে লিঙ্গ নিরপেক্ষ শৌচালয় - AFSU

যাদবপুর ক্যাম্পাসে চালু হতে পারে লিঙ্গ নিরপেক্ষ শৌচালয় ৷ নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গ; সকলেই সমান ভাবে ব্যবহার করতে পারবেন অভিনব এই শৌচালয় ৷ তবে বিষয়টি এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবেচনাধীন ৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্নয়ন সংক্রান্ত প্যানেলে পেশ হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷

Jadavpur university
যাদবপুর বিশ্ববিদ্যালয়

By

Published : Nov 29, 2019, 8:59 PM IST

কলকাতা, 29 নভেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হতে পারে লিঙ্গ নিরপেক্ষ শৌচালয় ৷ নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গ; সকলেই সমান ভাবে ব্যবহার করতে পারবেন এই শৌচালয় ৷ কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে এই প্রস্তাব আনা হয়েছিল ৷ প্রস্তাবটি বিবেচনা করে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এমনই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে ৷

বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র সংসদ (AFSU)-এর সদস্য দ্বৈপায়ন জানিয়েছেন, প্রস্তাবটি কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল ৷ কর্তৃপক্ষ এই বিষয়ে সদর্থক ভূমিকা নেবে বলেও আশা করছেন তিনি ৷

যাদবপুরের এক অধ্যাপক এই বিষয়ে বলেন, " বিষয়টি এখনও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উন্নয়ন সংক্রান্ত প্যানেলে পেশ করা হয়নি ৷ আমরা শুধুমাত্র লিঙ্গ নিরপেক্ষ শৌচালয়ই নয়, একইসঙ্গে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্যও বিশেষ ব্যবস্থা করার চিন্তা ভাবনাও করছি ৷ "

আরও পড়ুন :যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট 19 ফেব্রুয়ারি, প্রস্তাব উপাচার্যকে

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া ও LGBT কর্মী সুচিত্রা দে (লিঙ্গ পরিবর্তন করার পূর্বে হিরণময় দে) তাঁর নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন ৷ তিনি বলেন, "আমি পুরুষ শৌচালয়ে যেতে পারতাম না, কারণ আমি অন্তর থেকে নিজেকে নারী বলেই চিনতাম ৷ মহিলাদের শৌচালয়ে যাওয়ার সময়েই একই বাধা অনুভব করতাম ৷ এখন থেকে আশা করি এই সমস্যার সম্মুখীন আর কেউ হবে না ৷ " একইসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পাঠরত এক ছাত্রও জানান, লিঙ্গ নিরপেক্ষ শৌচালয়ের প্রস্তাবটি দীর্ঘদিন বলে আসা হচ্ছে এবং পড়ুয়াদের এই প্রস্তাবে যথেষ্ট সমর্থনও রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details