কলকাতা, 11 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের মাঝে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শনি ও রবিবার তিনি শহরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন । সুরক্ষার কারণে সাধারণত প্রধানমন্ত্রীর 'মিনিট টু মিনিট' কর্মসূচি গোপন রাখা হয় । কিন্তু ETV ভারতের হাতে আসা কলকাতা পুলিশের স্পেশাল মেসেজ থেকে প্রধানমন্ত্রীর দুই দিনের কর্মসূচির আভাস পাওয়া গেছে ।
• দুপুর 2টোয় দিল্লি থেকে বিমানে কলকাতার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী ।
• 4 টেয় নামবেন দমদমে বিমানবন্দরে । ( অন্য একটি সূত্র বলছে তিনি 3 টে 20 মিনিটে কলকাতায় নামবেন ) ।
• 4 টে 5 মিনিটে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে ওল্ড কারেন্সি বিল্ডিংয়ের উদ্দেশে রওনা দেবেন ।
তবে বিমানবন্দর থেকে ওল্ড কারেন্সি বিল্ডিং প্রধানমন্ত্রী সড়ক পথে যাবেন, না কি হেলিকপ্টারে, তা গোপন রাখা হয়েছে । একটি মহলের দাবি প্রধানমন্ত্রী হেলিকপ্টারে যাবেন । নামবেন রেসকোর্সে । সেখান থেকে রেড রোড হয়ে পৌঁছাবেন রাজভবনে। যদিও অন্য একটি মহল বলছে, রাজভবন না হয়ে তিনি সোজা যাবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে । সেখানে তাঁর কর্মসূচি রয়েছে ।
• প্রায় 1 ঘণ্টা 20 মিনিট প্রধানমন্ত্রী থাকবেন ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে
• সন্ধ্যা 6টা 55 মিনিট নাগাদ প্রধানমন্ত্রী যাবেন মিলেনিয়াম পার্কে । সেখানে রবীন্দ্র সেতুর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের উদ্বোধন করবেন তিনি।
• 7 টেয় মিলেনিয়াম পার্ক থেকে জলপথে যাবেন বেলুড় মঠ ।