কলকাতা, 7 জানুয়ারি : আহতদের চিকিৎসা করতে যাওয়ার সময় ডাক্তার এবং নার্সদের যদি সুরক্ষা দিতে না পারে দেশ, তাহলে জাতির কাছে কী বার্তা পৌঁছায় ? এটা কি গৃহযুদ্ধ ? এই ঘটনায় গোটা বিশ্বের কাছেই বা কী বার্তা গেল ? জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে রবিবার রাতে দুষ্কৃতীদের হামলার প্রসঙ্গে এই প্রশ্ন তুলেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) । রবিবার JNU-তে হামলায় যাঁরা জখম হন তাঁদের চিকিৎসা করতে যাচ্ছিল চিকিৎসক ও নার্সদের একটি দল । তখন তাঁদের উপরেও দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে । IMA-র পাশাপাশি চিকিৎসকদের অন্য সংগঠনগুলিও এই ঘটনার নিন্দা করেছে ।
JNU-তে মেডিকেল টিম আক্রান্ত কেন, গৃহযুদ্ধ চলছে ? প্রশ্ন IMA-র
সোমবার IMA-এর সদর দপ্তরে সংগঠনের সেক্রেটারি জেনেরাল আর ভি অশোকান ও সর্বভারতীয় সভাপতি রাজন শর্মা যৌথ প্রেস বিবৃতিতে জানান, JNU-তে জখমদের চিকিৎসার জন্য যে চিকিৎসক ও নার্সরা যাচ্ছিলেন, তাঁদের উপরে হিংসাত্বক ঘটনার নিন্দা করছেন তাঁরা । দেশে আইন-শৃঙ্খলা ভেঙে পড়ছে । নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে ।
রবিবার JNU-তে দুষ্কৃতীদের হামলার পর অ্যাম্বুলেন্সে করে জখমদের চিকিৎসার করতে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল চিকিৎসক ও নার্সদের একটি দল । অভিযোগ, তাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়নি দুষ্কৃতীরা । অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালানো হয় । আক্রান্ত হন চিকিৎসক ও নার্সরা । পুলিশের সামনেই তাণ্ডব চলে, কিন্তু তারা নির্বিকার ছিল । সোমবার IMA-এর সদর দপ্তরে সংগঠনের সেক্রেটারি জেনেরাল আর ভি অশোকান ও সর্বভারতীয় সভাপতি রাজন শর্মা যৌথ প্রেস বিবৃতিতে জানান, JNU-তে জখমদের চিকিৎসার জন্য যে চিকিৎসক ও নার্সরা যাচ্ছিলেন, তাঁদের উপরে হিংসাত্বক ঘটনার নিন্দা করছেন তাঁরা । দেশে আইন-শৃঙ্খলা ভেঙে পড়ছে । নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে । দেশের রাজধানীতেই চিকিৎসক ও নার্সরা সুরক্ষিত নন । এই পরিস্থিতিতে আত্মরক্ষার ব্যবস্থা নিজেদেরই করে নেওয়ার সময় এসেছে । আহতদের চিকিৎসা দিতে যাওয়ার সময় চিকিৎসক ও নার্সদের যদি সুরক্ষা দিতে না পারে দেশ, তাহলে জাতির কাছে কী বার্তা পৌঁছায় ? এটা কি গৃহযুদ্ধ ? এই ঘটনায় গোটা বিশ্বের কাছেই বা কী বার্তা গেল ? বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রকের কাছে চিকিৎসক ও নার্সদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানানো হয়েছে ।
IMA - র পাশাপাশি চিকিৎসকদের অন্যান্য সংগঠনগুলির তরফেও এই ঘটনার নিন্দা করা হয়েছে । পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস প্রেস বিবৃতিতে জানিয়েছেন, JNU-এর আহত ছাত্র-ছাত্রীদের চিকিৎসা করতে যাওয়ার সময় চিকিৎসক ও নার্সদের উপর বর্বরোচিত আক্রমণের তাঁরা নিন্দা করছেন । এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা ।সরকারি ডাক্তারদের অন্য একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল- এর সাধারণ সম্পাদক মানস গুমটা জানিয়েছেন, JNU-এর ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের উপরে পাশবিক আক্রমণের তাঁরা নিন্দা করছেন । কেন্দ্রের শাসকদলের দ্বারা এটা দেশের মানুষের উপর ফ্যাসিস্টিক আক্রমণ ।কেন্দ্রীয় সরকারের কাছে এই ঘটনায় অবিলম্বে পদক্ষেপ করার আবেদন জানিয়েছে ডাক্তার সহ সমাজের বিভিন্ন পেশার মানুষের সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার (MSC) । JNU-র ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতায় চিকিৎসকদের একাংশ অ্যাপ্রন পরে মিছিল করেন ।