কলকাতা, 22 অগস্ট : গত জুলাইয়ের শেষ থেকে পশ্চিমবঙ্গে দুর্নীতির মামলাগুলির তদন্তে ঝাঁঝ বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ আবার সিবিআই গ্রেফতার করেছে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ এই পরিস্থিতিতে প্রায় রোজই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একাধিক হেভিওয়েট নেতাকে নিয়ে নানা খবর ছড়াচ্ছে ৷ ট্রেন-মেট্রোর কামরা থেকে চায়ের ঠেকের আড্ডায় সর্বত্রই একটা প্রশ্ন ঘুরছে, এর পর কি শাসক দলের আর কোনও নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসবে ?
ঠিক এই সময়ই সোমবার খবর ছড়ায় যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘুরছেন দক্ষিণ কলকাতার চেতলায় ৷ তাঁদের সঙ্গে সাদা পোশাকের কিছু আধিকারিকও রয়েছেন ৷ সঙ্গে সঙ্গে প্রশ্ন ওঠে, তাহলে কি সিবিআই আধিকারিকরা সোমবার চেতলায় গিয়েছিলেন ?
কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো অবশ্য এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে ৷ যদিও একটি সূত্রের খবর, এদিন চেতলার একটি ক্লাব ও পুজো মণ্ডপের আশপাশের এলাকায় সিবিআই গোয়েন্দারা গিয়েছিলেন ৷ তাঁরা সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন ৷ আশপাশ ঘুরে দেখেন ৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি সিবিআই বড় কোনও অভিযানের আগে ওই এলাকায় রেইকি করে এল সিবিআই ?
এখানে উল্লেখ করা প্রয়োজন, সিবিআই (CBI) ও ইডি এই মুহূর্তে বাংলায় একাধিক দুর্নীতির মামলার তদন্ত করছে ৷ সেই তালিকায় শিক্ষক নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam), গরু পাচার কাণ্ড (Cattle Smuggling Case), কয়লা পাচার কাণ্ড (Coal Smuggling Case)-সহ আরও কয়েকটি মামলা রয়েছে ৷ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 50 কোটি টাকা, কয়েক কোটি টাকার সোনার গয়না-সহ বেশ কিছু সম্পত্তি, বিমা সংক্রান্ত নথিপত্র ৷